Wednesday, July 15, 2020

দেখো ফিলিস্তিনের বুকে আজ Comments

Rating: 5.0

বিশ্ব বিবেক জাগ্রত হও, দেখো ফিলিস্তিনের বুকে আজ
ফিলিস্তিনি নিধনে ইজ্রায়েলী আগ্রাসনের, পরে গেছে কেমন সাজ সাজ।
পাশবিক উন্মাদনায় মত্ত হয়ে, ঝাঁপিয়ে পড়েছে ফিলিস্তিনের উপর
নরপিশাচ যত হিংস্র দানব, ঐ ইজ্রায়েলী ইহুদী বর্বর।
...
Read full text

Mir Munirul Islam Salim
COMMENTS
Mahtab Bangalee 15 July 2020

তবে আমি মানবতা শিখেছি যেভাবে তা হলো ওরা মার্কিনী বলে একচেটিয়ে সকলে ঘৃণার পাত্র নয় ওরা ইসরাঈলী বলে একচেটিয়ে সকলে ঘৃণার পাত্র নয় ওরা খ্রিস্টান আর ইহুদী বলে সকলে ঘৃণার পাত্র নয় হ্যাঁ তবে এ জগত আর পুরো সৃষ্টির অকল্যাণ যে করে চলুন জেগে উঠি তাদের বিরুদ্ধে বিবেক জাগ্রত করি সকল মানবের তরে সমকল্যান বন্টনে

1 1 Reply
Mahtab Bangalee 15 July 2020

ভেঙে চুরে দাও দম্ভ অহমিকা, মার্কিনী পোষ্য ঐ ইজ্রায়েলের মানবতা আজ ডাকিছে সবারে, ঝাঁপিয়ে পর এবার পাশে থেকে ওদের। বিশ্ব বিবেক জাগ্রত হও, দেখো ফিলিস্তিনের বুকে আজ ফিলিস্তিনি নিধনে ইজ্রায়েলী আগ্রাসনের, পরে গেছে কেমন সাজ সাজ।..........সুন্দর মানবতার ডাক, পড়ে ভালো লাগলো

0 1 Reply
Close
Error Success