আবার জ্বলে উঠছে আগুন, স্বাধীনতাকামী ফিলিস্তিনি গাজায়
এ কেমন বর্বরতা প্রতিহিংসা, নিষ্ঠুর নির্মম বর্বরতা হায়।
আর কত?কত আর এমনি করে, হতে হবে নিষ্ঠুর শিকার
স্বাধীনতাকামী ফিলিস্তিনি জনগণ, কবে পাবে তাদের আত্ম অধিকার?
...
Read full text
বিশ্ববাসী এগিয়ে এসো, বন্ধ করো দ্রুত এই নিষ্ঠুরতা রক্তাক্ত ফিলিস্তিন গাজায়, বন্ধ করো এই পৈশাচিকতা! ....... এ সুন্দর আহবানে জয় হোক মানবতার, জয় হোক সমকল্যাণ সকলের তরে মানবহিতৈষী রূপে