যদি দাঁড়িয়ে পড়ো অটল ।।পেসেন্স স্ট্রং Poem by Rahman Henry

যদি দাঁড়িয়ে পড়ো অটল ।।পেসেন্স স্ট্রং

Rating: 5.0

যদি দাঁড়িয়ে পড়ো অটল ।।পেসেন্স স্ট্রং

.
বনভূমির উত্তাপে যদি দাঁড়িয়ে পড়ো অটল
অবাক- করা বহুকিছু শুনতে পাবে;
পল্লবের ভেঙে পড়া আর গাছপালার ভেতরের হাওয়া,
এবং অদৃশ্য ডানাদের ফরফরানি।

যদি দাঁড়িয়ে পড়ো অটল আর স্থির থাকো বিশ্বাসে
যেসব সহায়তা চাও সবই পেয়ে যাবে;
নীরবতার ভেতর থেকে নামিয়ে আনবে
যা কিছু দরকার,
আশা আর সাহস আর তোমার কাজের জন্য শক্তি।
.

.
#বাঙলায়ন: #রহমানহেনরী; #Bengalized by #RahmanHenry
.

* পেসেন্সে স্ট্রং ( ৪ জুন ১৯০৭ - ২৮ আগস্ট ১৯৯০) : বৃটিশ কবি, সংগীত রচয়িতা ও ব্যবহারিক মনোবিজ্ঞান লেখক। প্রকৃত নাম: উইনিফ্রেড ইমা মে; তবে তিনি, লেখক নামেই জনপ্রিয়। লন্ডনের ক্যাটফোর্ডে জন্ম; মৃত্যুবরণ করেছেন সাসেক্সে তার নিজ বাড়িতে।
.

*
#PatienceStrongPoems
.

This is a translation of the poem If You Stand Very Still by Winifred Emma May
Monday, June 4, 2018
Topic(s) of this poem: courage,hope,philosophy
COMMENTS OF THE POEM
Rahman Henry

Rahman Henry

Natore, Bangladesh.
Close
Error Success