মন যেতে নাহি চায় Poem by Madhabi Banerjee

মন যেতে নাহি চায়

Rating: 1.0

মন যেতে নাহি চায়
মাধবী বন্দ্যোপাধ্যায়


ভ্রমণে এসেছি কয়েকদিনের চুক্তিতে
সুন্দরকে দেখব বলে সুন্দরকে অবগাহন করবো বলে।
সাথে আছে সঙ্গী সাথী
কেহ বড় কেহ বা ছোট কেহ বা সমবয়সী
প্রত্যেকের জন্য একটি করে ঘর বরাদ্দ
ঘরটাকে নিজের পছন্দের মতো করে সাজিয়ে নিয়েছি।
যেন এ ঘর ছেড়ে যাব না আর কোথাও
এই নীল আকাশ বাতাস মেঘ পাহাড় সাগর জঙ্গল
মরুভূমি শোভার মাঝে সুন্দরের মাঝে কেটে গেল কিছুটা সময়।
চুক্তি মতো সময় হয়েছে এ ঘর ছেড়ে দেবার
মন মানে না এঘরকে ছেড়ে দিতে
এ সুন্দরকে ছেড়ে চলে যেতে।
কিন্তু চলে যে যেতেই হবে একদিন
এই সাথীদের ছেড়ে এঘর ছেড়ে এ সুন্দরকে ছেড়ে……….

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Madhabi Banerjee

Madhabi Banerjee

allahabad
Close
Error Success