একটা চাওয়া ।। এদিথ সাদিগ্রান Poem by Rahman Henry

একটা চাওয়া ।। এদিথ সাদিগ্রান

.
আমাদের সমুদয় রৌদ্রোজ্জ্বল বিশ্বে
আমি চাই একটা বাগিচা-কুশন
যেখানে স্বয়ং সূর্য হয়ে জ্বলছে এক বিড়াল।
একটা মাত্র অক্ষর,
ছোট হাতের একটা অক্ষর বুকে নিয়ে
সেখানে আমার বসা উচিত।
আমার স্বপ্নও দেখতে ঠিক ওরকম।
.

This is a translation of the poem A Wish by Edith Sodergran
Tuesday, February 16, 2021
COMMENTS OF THE POEM
Rahman Henry

Rahman Henry

Natore, Bangladesh.
Close
Error Success