নীরব শপথ Poem by RAJAT GHOSH

নীরব শপথ

মনের গভীরে মন রেখে প্রশ্ন করো,
হয়তো চোখটা বুজতে পারো,
নিঃশ্বাস খানা বন্ধ করে একবার
অস্পষ্টতা সরে যাওয়াটাই দরকার।

মনের গভীরে মন রেখে প্রশ্ন করো
ব্যর্থ সরলতা খুঁজে নিয়ে একবার মরো;
বিদায় বিদায় দাও তারে, গর্জনে বুঝি
আবছা ক্যানভাসটা মুছে যাবে এক্ষুনি।

মনের গভীরে মন রেখে প্রশ্ন করো
ভাবো কত আশার সমাধি হলো,
কত মুখোশ আড়াল থেকে বুজি
প্রমান দিলো অভিনেতার কারসাজি!

ঘরের বাইরে আলোটার কি লাভ
যদি আলোকিত না হয় ঘরখানা?
মনের গভীরে মন রেখে প্রশ্ন করো
অন্ধকারে আলোর যেতে তো নেই মানা!

মনের গভীরে মন রেখে প্রশ্ন করো
ওই টুকরো কাঁচের খন্ড আগলে রেখো যত্নে
পা কাটা স্মরণীয় ওই রক্তপাতে শপথটা নিও
বুটখানা নিশ্চয়ই পড়বে এইবার তুমি প্রাণে-মনে!

আর্তনাদের নীরবতায় প্রতিবাদ হোক বুকে,
মনখানা হোক প্রস্তর-সম, বিপ্লবী হও চোঁখে,
বদ্ধ মুষ্টি গর্জে উঠুক, মিছিলে আগুয়ান
শৃঙ্খল ভাঙতে দিতে দ্বিধাহীন এ পরাণ!

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
RAJAT GHOSH

RAJAT GHOSH

West Bengal, India
Close
Error Success