বৃষ্টি আসবে তো? Poem by Nandini Bithika Dutta

বৃষ্টি আসবে তো?

ও বৃষ্টি, ও বৃষ্টি,
তুমি আর হইবে নাকো, অঝোর চোখের জল, , ,

তোমার অঝোরে এগিয়ে চলায়, প্রকৃতি র তপ্ত দগ্ধ পরিবেশে জীর্ণশীর্ণ জরা কে নতুন করে বাঁচার রসদ জোগা ও, , ,
মানুষ ও প্রকৃতির অংশ,
শুধু ব্যতিক্রম টা, মানুষের বিবেক বোধ / মনুষ্যত্ব আছে।

প্রকৃতি আর কারো র কাছে নেই, মানুষ ই কেন বিবেকবোধের অধিকারী হলো? কোন কর্তব্য পালনের জন্য
বিবেকবোধ অর্জিত হলো, , ,
প্রকৃতি র সবকিছু এক সুতোয়
বাঁধা!

ও বৃষ্টি, তুমিও তো শেখাও জরা, জীর্ণশীর্ণকে নতুন করে প্রাণের সঞ্চার ঘটাতে, , ,

ও বৃষ্টি, চলো আজ থেকে তুমি আমাদের প্রাণদায়ী এগিয়ে চলার প্রতীক।❤️❤️❤️

নন্দিনী বীথিকা
Copyright ©️ Protected

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success