ভিখারী Poem by Nandini Bithika Dutta

ভিখারী

ভিখারী

ভিখারি চেনো?
ভিখারি!
ও তো রাস্তার ফুটপাথে থাকে।

হঠাৎ ভিখারি!
ধূর, ভিখারিরা রাজপ্রাসাদেও থাকে;
কি?
হাঁ
এরাঁই প্রাচীন বিনিময় প্রথায় ভিক্ষা করে,

প্রেম-যৌনতা, মর্যাদা, অর্থ,
সবই ভিক্ষা করতে পারে,
অন্যের টা কেড়ে নিতে পারে,

কিন্তু রাজপথের ফুটপাথে ভিক্ষা করে না
ধূর, যাদের সব আছে,
তাঁরাই ভিখারি!

অবশ্যই,
না হলে মানবসমাজে
মানবিকতা, মানবিক চরিত্র
অনেক উন্নত হত,
ভিখারি রা সমাজে
ভালো কিছু দিতে পারে না,
শুধু খারাপ টা দিতে জানে।

নন্দিনী বীথিকা
Copyright ©️ Protected

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success