আঁধো আঁধো ঘুম চোখ❤️❤️❤️ Poem by Nandini Bithika Dutta

আঁধো আঁধো ঘুম চোখ❤️❤️❤️

আঁধো আঁধো ঘুম চোখ❤️❤️❤️

আঁধো আঁধো ঘুম চোখে উঠে-
ক্যামেরা ব্যাগটা পিঠে ফেলে-
ছুটে যায় সব ফেলে-
ছুটে যায় সুখ-দুঃখ, হাসি-কান্না, ঐশ্বর্যের, , , ,
নব নব রূপে ফ্রেম-বন্দীতে;

ফ্রেম-বন্দী হয়
কতশত জন্মদিন,
প্রাক্ বিবাহ, বিবাহের
খুশি খুশি মুখের
সুখী সুখী স্মৃতিকে;
ধরা পড়ে কত নতুন নতুন প্রেমের মিষ্টি চোখের কাহিনী;

ধরা পড়ে শোকার্ত পরিবারের অশ্রুসিক্ত কাহিনী;
হয়তো ফ্রেম-বন্দী হয়, বা হয় না
একান্তে থাকা নিজেরই অশ্রুজল;

যদি বা ফ্রেম-বন্দী হয় কোনো ‌গোপন ফন্দী-ফিকির;
সুদ-আসলে কপালে জোটে
মারধর; ভাঙাচোরা 📷,
ইচ্ছে ঘুড়ি তখন
ভাঙাচোরাটাকে
জুড়ে যায় বারবার;
বারবার অভাবের
সংসারে;

হয় যদি সে কারোর প্রেমিক,
সত্য-মিথ্যার জালবুনে
প্রেমিকার চোখে স্বপ্ন বুনবে;
সম্পর্ক টা যাতে রয়ে যায়;
অথবা সত্যি
টানবে ভালোবাসায় ইতি;

হয় যদি সে কারোর পুত্র, স্বামী অথবা বাবা;
সংসারে, মা-বাবা, স্ত্রী, সন্তানের চোখে স্বপ্ন বুনবে;
যাতে রাত্রি গুলি
নিদ্রাহীন যাপন না হয়;

দুনিয়াটাই ‌বড় কঠিন
অর্থই নির্ধারণ করে
কে কার জীবনে থাকবে! !

নন্দিনী বীথিকা

Copyright ©️ Protected

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success