গোধূলির প্রান্তে এসে থেমে গেছে সূর্য Poem by Arun Maji

গোধূলির প্রান্তে এসে থেমে গেছে সূর্য

Rating: 5.0

গোধূলির প্রান্তে এসে থেমে গেছে সূর্য-
প্রস্থানে মন নেই।

কেন হে সূর্য কেন?

কিছু সভ্য জনগণ
ডাইনী নাম বুকে সেঁটে দিয়ে
বৃন্দি বুড়ীর প্রাণ কেড়ে নিলো।
কিছু ন্যায় আর সত্যান্বেষী পুরুষ
ন বছরের জগাইকে
রুটি চুরির দায়ে কুপিয়ে খুন করলো।

গোধূলির প্রান্তে এসে থেমে গেছে সূর্য-
প্রস্থানে মন নেই।
কেন হে সূর্য কেন?
পৃথিবীতে এখন কেবল
ন্যায় আর সত্যের শাসন।
তোমাকে কি
দরকার আছে আমাদের?

"ওহে নগেন মাস্টার
ঢল ঢলানি মাগি রেপ হবে না
তো কে হবে? তোমার বাপ হবে? "
এ কোন মহিয়সী নারীর বাণী যেন?
চটি পরা সেই গান্ধীবাদী নারী
শ্মশানকে করেছে স্বর্গ
নরককে করেছে ইন্দ্রপুরী।

অথচ যতসব হারামজাদা মাওবাদীর দল
কেবলই সেই মহীয়সীকে তাচ্ছিল্য করে!
কোথায় গেলি রে কেষ্টা?
হামরাজাদাদেরকে গরু পাচারের দায়ে
জেলে পুরে দে।

গোধূলির প্রান্তে এসে থেমে গেছে সূর্য-
প্রস্থানে মন নেই।
কেন হে সূর্য কেন?
দেখছো না
মানুষের অন্ডকোষে এখন সূর্যের জ্যোতি?
তোমাকে কি দরকার আছে আমাদের?

© অরুণ মাজী
Painting: Lee Bogle

গোধূলির প্রান্তে এসে থেমে গেছে সূর্য
Sunday, November 18, 2018
Topic(s) of this poem: bangla,conscience,justice,truth
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success