হে আমার সতিসাদ্ধী গৃহলক্ষী রিতাদেবী, ছিলে চির অনন্যা তুমি Poem by umaprosad das

হে আমার সতিসাদ্ধী গৃহলক্ষী রিতাদেবী, ছিলে চির অনন্যা তুমি

Rating: 5.0

হে আমার সতিসাদ্ধী গৃহলক্ষী রিতাদেবী, ছিলে চির অনন্যা তুমি
দুহাতে আমায় আগল দিয়ে
সব দায়িত্বভার সামলে নিয়ে
চলেছিলে, তবে কেন অনন্তধামে, ডেকে নিলো তোমায় অন্তর্যামী?

আমায় ছেড়ে একলা রেখে, কোথাও তুমি একলা যেতে না
ভালোবাসার চির অটুট আলিঙ্গণে
বিশ্বাস ও নির্ভরতার সুদৃঢ় বন্ধনে
বেঁধেছিলে তুমি আমায়, তবে কেন অনন্তধামে সাথে নিলে না।

আমি করি হায় হায়, এ বিশাল পৃথীবিতে, আমি এখন কোথায় যাই
বলে দাও, তুমি ছিলে জীবনসঙ্গিনী
তবে কেন অনন্তধামে, তুমি একাকিনী
পাড়ি দিলে আমায় ছেড়ে, কোনো কিছু না বলে, বিধাতার কোন ইশারায়।

চিরতরে চলে গেলে, এ ভব সংসারে আমায় ফেলে, দিশাহারা হই ক্রন্দনে
নিয়ে চলো তোমার অনন্তধামে
থাকিতে চাই তোমার সন্নিধানে
তোমার হাতের কোমল স্পর্শ, অনুভব করেছি আমি, নব এক শিহরণে।

হে আমার সতিসাদ্ধী গৃহলক্ষী রিতাদেবী, ছিলে চির অনন্যা তুমি
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success