রঙিন মেঘমালা Poem by RAJAT GHOSH

রঙিন মেঘমালা

হটাৎ করে কোনো এক এলোমেলো পথে
সুরেলা সন্ধ্যা আঁচল জড়িয়ে বলবে,
কত শান্তি, কত শান্তি আজি আকাশে
বিবিধ রং মেঘেরা তো একসাথে চলবে!

চেয়ে দেখো, সন্ধ্যা ছাড়িয়ে তিমির নেমেছে বুকে
আর দিবসী মেঘমালার ঠুনকো রং গেছে ঘুচে,
নির্মল রণহীন রংহীন আকাশে পুষ্প-তারা হাসে
ফালি চাঁদে কত কাব্য আছে জানো মেঘ, আশেপাশে?

ঘুমিয়ে পড়েছে বুঝি মেঘ, নাকি একবারে স্থির, রাত্রি গগনে,
সময় তো পুঁতিয়াছে পেরেক, তোমার কফিনে আনমনে;
ও তোমার মেঘে যে বহ্নি জ্বলে, ঝড় হয়ে মিশে যায় ধূম,
ফিরবে কি পরের সকালে মেঘ, কবে শেষ হবে অনন্তের ঘুম।

বিবিধ রং, থাক না আকাশে ক্ষতি কি মেঘ বলো?
সবাই মিলে ভালোবেসে ভাসো, অনন্তের পথে চলো!

POET'S NOTES ABOUT THE POEM
Allegorical poem
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
RAJAT GHOSH

RAJAT GHOSH

West Bengal, India
Close
Error Success