রেলপথ ।। এলিজাবেথ বিশপ Poem by Rahman Henry

রেলপথ ।। এলিজাবেথ বিশপ

Rating: 5.0


.
বুক ধড়ফড় হৃৎপিণ্ডে
একাকী হাঁটছিলাম রেললাইন ধরে।
দু'পাশের রেল দুটোখুব কাছাকাছি ছিলো
কিংবাহয়তো অনেকটাই দূরে দূরে।

মনোরম হয়ে উঠছিলো দৃশ্যাবলী:
রোগাপটকা ঝাউগাছ আর ওক; ওদের
সম্মিলিত ধূসর-সবুজ পত্রালির ওপাশে
সেই ছোট্ট পুকুরটা দেখলাম

যেখানে ময়লাটে বুড়ো সন্নাসীটা থাকে,
বছরের পর বছর ক্ষতগুলোর উপর
জমে থাকা
পুরনো অশ্রুবিন্দুর মতো সুদর্শন।

সেই সন্নাসী তার শটগান দিয়ে গুলি করলো
আর তার কুটিরঘেঁষা গাছটা দুলে উঠলো।
পুকুরে জেগে উঠলো এক ধরণের ঢেউ
কক-কক করে উঠলো পোষা মুরগি।

‘‘প্রণয়কে কর্তব্যে বাঁধা উচিত! ''
চেঁচিয়ে উঠলো বৃদ্ধ সন্নাসী।
কথাটাকে নিশ্চিত করতে, পুকুরের ওপাশ থেকে
একটা প্রতিধ্বনি বারবার চেষ্টা করতে থাকলো।

.

.
#বাঙলায়ন: #রহমানহেনরী; #Bengalized by #RahmanHenry
.

* এলিজাবেথ বিশপ (৮ ফেব্রুয়ারি ১৯১১ - ৬ অক্টোবর ১৯৭৯) : কবিতার জন্য পুলিৎজার ও ন্যাশনাল বুক এওয়ার্ড জয়ী মার্কিন কবি ও ছোটগল্পকার। ১৯৪৯ - ১৯৫০ মেয়াদে, যুক্তরাষ্ট্রের পোয়েট লরিয়েট ছিলেন।
.

*
#ElizabethBishopPoems
.

This is a translation of the poem Chemin De Fer by Elizabeth Bishop
Friday, February 8, 2019
COMMENTS OF THE POEM
Rahman Henry

Rahman Henry

Natore, Bangladesh.
Close
Error Success