অধিক এবং আরও আধিক্যে ।। মার্গারেট এট্উড Poem by Rahman Henry

অধিক এবং আরও আধিক্যে ।। মার্গারেট এট্উড

Rating: 5.0


.
অধিক এবং আরও আধিক্যে ঘন ঘন দ্রবীভূত হচ্ছে
আমার দৈহিক শীর্ষাদি আর আমি পরিণত হচ্ছি
বিশ্বের সাথে সমব্যথী একটি বাসনায়, তোমাকে
সাঙ্গীকৃত করে, যদি সম্ভব হতো ত্বকের মাধ্যমে
নির্বিকার একটা উদ্ভিদ যেমন পুন পুন ব্যবহার করছে অক্সিজেন
এবং বেঁচে থাকছে অক্ষতিকর সবুজ দাহ্য করে।

গ্রাস করতাম না
তোমাকে বা শেষ করতাম না
কখনও, আমাকে ঘিরে সারাক্ষণ
টিকে থাকতো তোমার অস্তিত্ব, পুরিপূর্ণ
বাতাসের মতো।

দুর্ভাগ্যবশত আমার পত্রপল্লব নাই।
পরিবর্তে আমার রয়েছে চোখসমূহ
এবং অনেকগুলো দাঁত আর অন্যসব অ-সবুজ
অঙ্গাদি যারা চালু রাখে অভিস্রবণ।

অতএব সাবধান, সত্যিই বলছি,
তোমার উদ্দেশ্যেমৃদু সতর্কীকরণ:

এ রকম ক্ষুধা সবকিছুকে টেনে নেয়
তার নিজের
অভ্যন্তরে; আমরা সমুদয় কথাবার্তা
চালিয়ে যাবার সময় পাই না, একটা শান্ত
যৌক্তিক আলাপ-আলোচনার জন্য।

এর কোনও কার্যকারণ নেই, কেবলই রয়েছে
হাড়েরর জন্য এক ক্ষুধার্ত কুকুরে যুক্তি।


.

.
#বাঙলায়ন: #রহমানহেনরী; #Bengalized by #RahmanHenry
.

* মার্গারেট এট্উড (১৮ নভেম্বর ১৯৩৯ -) :

বুকার, গ্রিফিন পোয়েট্রি প্রাইজ ও গভর্নর জেনারেল পুরস্কারসহ একাধিক সম্মানজনক পুরস্কারে ভূষিত কানাডিয়ান কবি, ঔপনাস্যিক, সাহিত্য সমালোচক, প্রাবন্ধিক ও পরিবেশবাদী আন্দোলনের সক্রিয় কর্মী। জন্ম অটোয়ায়।
.

*
#MargaretAtwoodPoems
.

This is a translation of the poem More And More by Margaret Atwood
Saturday, April 20, 2019
Topic(s) of this poem: hunger,love,philosophy
COMMENTS OF THE POEM
Rahman Henry

Rahman Henry

Natore, Bangladesh.
Close
Error Success