হয় তো ঝরার আগে Poem by Mriganka Sekhar Ganguly

হয় তো ঝরার আগে

হয় তো ঝরার আগে
পাতাটিও গাছকে বলেছে -
'দোহাই তোমার, থেকে যাই।
বিবর্ণতা সাময়িক, শীতের।'
গাছ তার শোনে নি মিনতি।
সময় দেয় নি তাকে স্বাভাবিক হতে।
আমরা গাছের কাছে তেমনি শিখেছি-
মানুষের দুর্দিনে ঝেরে ফেলতে হয়।

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success