নারী কথা ১ Poem by Mriganka Sekhar Ganguly

নারী কথা ১

আমি জানি তোমার ভিতরে
অজান্তে এক নারী বাস করে।
পুরুষালি চোখের তাকানো
কথার নিষ্ঠুরতা থেকে
দূরে, এক মায়ের মতন
ঘর বার করে, দেরী হলে
আমার ফিরতে বাড়ি-
নির্লিপ্ত গলার ভিতর
চাপা এক উৎকণ্ঠা
ভুলে গেছ ঢাকতে কখনো।

অসুস্থ হলে বকবে বাবার মতন
যেন এ পৃথিবীর সমস্ত মহামারি আমার কারণে
অথচ গোপনে হাত মাথায় বুলিয়ে
দূরের মানুষ কোনো প্রশ্ন করে যেন-
ভালো লাগছে কিনা।

তোমার কঠিন হাত স্পর্শ পেলে কেঁপে ওঠে জানি-
অজান্তে ভুলে যায় তোমার বাহিরে রাখা নারীর কাহিনি।

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success