কাক ও নুড়ি Poem by Mriganka Sekhar Ganguly

কাক ও নুড়ি

তৃষ্ণার্ত কাকের গল্প সকলেই জানি -
নুড়ি ফেলে কলসিতে উঠে আসা পানি।
'নিজেকে ডুবিয়ে কলসি ভরে তোলো কেন? '
নুড়িকে কাকটি প্রশ্ন করেছে এহেন।
উত্তরে স্মিত হেসে বলেছে নুড়িটি-
কী ভাবে তোমার কষ্টে আমি ভরে উঠি।

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success