মুক্তি Poem by Malabika Ray Choudhury

মুক্তি

ভোরের নীল আকাশের রঙটা আর ঝলমলে নেই কেন?
শুনি পাখীর কূজন মন ভরে, তবু মনটা কাঁদে কেন?
বসন্ত এসেছে আঙিনায়,
তবু মনের গভীরে ভ্রমরের গুনগুনানি কোথায়?

তুমি কি আমাকে ভুলে গেছো?
আমরা কি সেই দিনগুলোকে হারিয়ে ফেলেছি -
যখন বুকটা শুধু দুরদুর করে কেঁপে উঠছিল কার
অপেক্ষায়!
দিনে, রাত্রে, সকালে, সন্ধ্যায়!
কোন অবসর নেই, শুধুই ছিলাম প্রতীক্ষায়!

আমি তো ভেবেছিলাম - আমি তোমার জন্যে অপেক্ষা করবো সারা জীবন,
হয়তো জন্মান্তরেও!
যদি জন্মান্তর বলে কিছু থাকে,
তুমি?


ভালোবাসা আমাকে নতুন জীবন দিয়েছে,
ভালোবাসা আমাকে পূর্ণ করেছে,
ভালোবাসা আমাকে শিখিয়েছে জীবনের অর্থ,

আকাশে এক ঝাঁক পাখী উড়ে গেলো -
তাদের সঙ্গে উড়ে যায় আমার মন -
কোন আলোকভরা ভবিষ্যতের দিকে!
আমি মুক্ত!

Sunday, July 7, 2019
Topic(s) of this poem: love
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success