বিসর্জনের বিষাদ Poem by RAJAT GHOSH

বিসর্জনের বিষাদ

জলের স্রোতে ভেসে গেল ওরা
মহাকাল দিলো ডাক,
একরাশ হতাশায়
মহামায়া কি নির্মম নির্বাক!

জলে ডুবে গেল কত আর্তি
উপরে চিল চিৎকার,
বিসর্জন টা অসীম তাৎপর্যে
গল্পের দেশে হাহাকার!

না জানি ওরা যাবে বুঝি কৈলাসে
মহামায়ার হাত ধরে দোলে,
আসবে আবার বছর ঘুরে
ছোট শৈশব, নতুন মায়ের কোলে!

ভুলে যাবে দেশ, ওদের বিসর্জন,
ফি ক্ষতে নুন দেবে একাদশীর আত্মীয়-স্বজন!

POET'S NOTES ABOUT THE POEM
Sad demise of people, watching the submersion of idol Durga, due to the sudden flood known as 'horpa ban' in Mall River in Jalpaiguri.
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
RAJAT GHOSH

RAJAT GHOSH

West Bengal, India
Close
Error Success