এঠিকানা ছেড়ে কোথাও যাব না Poem by Madhabi Banerjee

এঠিকানা ছেড়ে কোথাও যাব না

Rating: 5.0

এ ঠিকানা ছেড়ে কোথাও যাব না


কি জানি এখানে কি আছে
কেননা এখানে থাকা এমন লাগে যে
একেই বলে থাকা যাকে থাকা বলা যায়।
নিজের সাথে দিনভর ব্যস্ততা
নিজের ভিতর এক রাগ
এক সঙ্গীত।
যা লাগাতার বাজতে থাকে
কউ যেন এসে বাঁশীতে ফু দিয়ে গেছে
এখানটা ছেড়ে অন্য কোনো জায়গায় থাকার কথা
কিকরে সম্ভব হবে?
এখানে সকাল সাতটা বাজলেই দূরে এক মন্দিরে ঘন্টা বাজে, শাঁখ বাজে
নিয়মিত বালতি কলসীর ঝনঝনানি
জলের লইনের কলরব
ইতিমধ্যে স্কুলবাস এসে হাজির
ভাত খাওয়ার সাথে সাথে
রেল গাড়ির কু ঝিকঝিক
সামনের মাঠে ঝুপড়ির বাচ্চারা এসে হৈচৈ শুরু করে দিয়েছে।
ওদের বল বারবার আমাদের উঠোনে আসছে
আর গেট খোলার শব্দ হচ্ছে।
যদি কোনো শহরের সামনে মাঠ নেই
সামনে পিছনে কোনো রাস্তা নেই
সাত সকালে কোনো ঘন্টা বাজে না
না কোনো রেল লাইন নেই
সে শহরে থাকার মতো নয়
এখানে সব মিলিয়ে এক রাগ সৃষ্টি হয়েছে-জীবন সঙ্গীত
এক কঠিন শাস্ত্রীয় সঙ্গীত
এখানে একা থাকার কথাই নেই
এখানে সব কিছু আছে যা আর কোথাও নেই।।

Friday, August 14, 2020
Topic(s) of this poem: descriptive
COMMENTS OF THE POEM
Mahtab Bangalee 14 August 2020

এখানে সব মিলিয়ে এক রাগ সৃষ্টি হয়েছে-জীবন সঙ্গীত এক কঠিন শাস্ত্রীয় সঙ্গীত এখানে একা থাকার কথাই নেই এখানে সব কিছু আছে যা আর কোথাও নেই।। .....মিলেমিশে বসবাস করার আনন্দ বৈচিত্র্যময় বৈকি. খুব সুন্দর বর্ণনা লিখেছেন কোলাহলময় জীবনের যেখানে সবি আছে ঐকতানের ছন্দে ছন্দে সুখ দুঃখ সমভাগ করে। হ্যাঁ সেটিই জীবন। এ মিলমিশ জীবন ফেলে কে যেতে চায় একাকিত্বের ম্লান জীবনে....

0 0 Reply
Madhabi Banerjee 16 August 2020

ধন্যবাদ মূল্যবান মন্তব্যের জন্য

0 0
READ THIS POEM IN OTHER LANGUAGES
Madhabi Banerjee

Madhabi Banerjee

allahabad
Close
Error Success