।। যীশুখ্রিষ্টের গল্পটা ।। Poem by Rahman Henry

।। যীশুখ্রিষ্টের গল্পটা ।।

রহমান হেনরী’র কবিতা

।। যীশুখ্রিষ্টের গল্পটা ।।

যীশুর চেহারার সাথে, হতে পারে, মিল আছে
আমারও চেহারার; ‍কিন্তু
সেই কাঠুরিয়া আমি নই, যে কিনা,
নিজেরই দেহবন থেকে কাঠ কেটে
কাঁধে করে বয়ে বেড়াবে এবং কোনও একদিন
জীর্ণ মলিন কোটের মতো ঝুলে পড়বে তাতে;
বরং টেলিফোনের খুঁটিতে পেরেকের মতো
কোনও লোহায় লটকে যাওয়া একটা পাখিকে
দেখেছিলাম; রোদে চুনখুটি মেরে যাওয়া তার দেহে
লেপ্টে ছিলো প্রায়-কালো রক্তের দলা
তারপর, তুমুল বৃষ্টির দিনে, টাটকা রক্তের
রং নিয়ে যখন গলে পড়ছিলো
জমাট ও বিগত সেই যন্ত্রণা
টেলিফোন খুঁটির নিচে প্রায় উলঙ্গ কিশোর আমি
সমগ্র শৈশবজুড়ে লালবৃষ্টিতে ভিজলাম আর
আমার মনে হলো: যীশুখ্রিষ্টের গল্পটা মিথ্যা হতেই পারে না!

@ Rahman Henry

Wednesday, August 26, 2015
Topic(s) of this poem: life and death
COMMENTS OF THE POEM
Dipak Adhya 01 April 2019

খুব সুন্দর । খুব সুন্দর।

0 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Rahman Henry

Rahman Henry

Natore, Bangladesh.
Close
Error Success