কথা দিয়েছো (A Promise) : Language - Bengali Poem by Malabika Ray Choudhury

কথা দিয়েছো (A Promise) : Language - Bengali

আগামী জন্মে কিন্তু তুমি আমাকে ফাঁকি দিতে পারবে না!
বলতে পারবে না - আমি বুঝতে পারিনি তুমিও আমাকে ভালোবাসো!
বলতে পারবে না - ভেবেছিলাম, তুমি আমার ধরা-ছোঁওয়ার বাইরে,
দূর আকাশের তারার মতো,
আমার হাত পৌছুবে না সেখানে!

আগামী জন্মে আমরা আবার এসে যাবো সেই ছোট্ট গ্রামে,
আমাদের মা-বাবারা পাশাপাশি বাড়ী ভাড়া নেবে,
এবারে তোমার বাড়ীতে থাকবে মেন্দী গাছে-ঘেরা ফুলের একটা বাগান,
আর আম-গাছে ঝোলানো একটা কাঠের দোলনা,
ঠিক যেমন এই বারে আমাদের ছিল!
দুপুর বেলায় স্কুল থেকে ফিরে তুমি ঠিক চলে আসবে
আমাকে বই দিতে!
আগামী জন্মেও আমি হবো সেই বই-মুখে করা মেয়ে,
যার আর কোন কাজ নেই
বই দাবী করা ছাড়া পাশের বাড়ীর ছেলের কাছে!

তারপর? তারপর কি হবে?
তিনটে বছর কেটে গেলে,
এ জন্মের মতো কি দূরে যাবে চলে?
অনেক অনেক দূরে, যদিও পাড়াগুলো দূরে নয়!
দেখা হলে, বলবে "কেমন আছো? "
মনটা কেমন করবে,
ভাববে - ওকে ঠিক পরীর মতো দেখাচ্ছে!
কিন্তু বাসে উঠে পড়বে কিছুই আর না বলে!

তুমি তো কথা দিয়েছো -
আগামী জন্মে তুমি আর আমাকে ফাঁকি দেবে না,
ফিরে আসবে পাশের বাড়ীর সেই বই-মুখে করা মেয়েটার কাছে!

Sunday, October 20, 2019
Topic(s) of this poem: love
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success