African Truth Poem by Asit Kumar Sanyal

African Truth

Africans believe in Europeans
Americans and Chinese
more than themselves
They don't trust each other
their engineers don't have platform
to practice
what they have studied
they hire Chinese people
to build roads
white men commit crimes in Africa
but no action taken
African authorities consider whites
as half gods
Africans present themselves
as weak, hopeless people
when dealing with
Europeans and Americans
they are their own enemies
they hate each other
allow colonial masters
to explore their high resources
Africa is a blessed continent
their soil can feed
entire Europe, America and Asia,
but their problem is one
their leaders.

(The poem is based on the statement of Russian President Vladimir Putin)

আফ্রিকান সত্য

আফ্রিকানরা
ইউরোপীয়, আমেরিকান, চীনাদের বিশ্বাস করে
নিজেদের চেয়ে অনেক বেশি
কিন্তু নিজেরা
একে অপরকে বিশ্বাস করে না
তাদের ইঞ্জিনিয়াররা কাজ শেখে
কিন্তু কাজের কোন প্ল্যাটফর্ম নেই
কাজ করার সুযোগ নেই
বেকার
আফ্রিকা সরকার চীনাদের দিয়ে
রাস্তা নির্মাণ করায়
শেতাঙ্গরা আফ্রিকায় অপরাধ প্রবণ
কিন্তু তাদের বিরুদ্ধে
কোন পদক্ষেপ নেওয়া হয় না
তারাসাদা মানুষদের
আধা দেবতা ভাবে
ইউরোপীয় এবং আমেরিকানদের সামনে
আফ্রিকানরা নিজেদের
দুর্বল, হতভাগ্য মনে করে
তারা নিজেরাই নিজেদের শত্রু
একে অপরকে ঘৃণা করে
ঔপনিবেশিকদের অনুমতি দেয়
তাদের মহামূল্য সম্পদ আহরণ করার
আসলে আফ্রিকা একটি সমৃদ্ধ মহাদেশ
তাদের সুজলা সুফলা মাটি
সমগ্র ইউরোপ, আমেরিকা ও এশিয়াকে
বসিয়ে খাওয়াতে পারে
কিন্তু তাদের প্রকৃত সমস্যা একটাই
তাদের নেতৃত্ব।

(এই কবিতাটি রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের বক্তব্যের উপর ভিত্তি করে লেখা)

Monday, August 5, 2019
Topic(s) of this poem: africa,crime,leader,problem,road,soil,trust
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Asit Kumar Sanyal

Asit Kumar Sanyal

Lalgola, Murshidabad, West Bengal, India.
Close
Error Success