অলস মানুষ (Alos Manush) Poem by Arun Maji

অলস মানুষ (Alos Manush)

Rating: 5.0

ইচ্ছেগুলো মানুষের বড় প্রিয়।
অথচ জীবন দরিয়ায়
সেই ইচ্ছেগুলো ভাসাতে যে নৌকা লাগে
সে গুলো কেমন ভাঙা আর ফুটো।

মানব অন্তরের শ্রমিক বিশ্বকর্মা
আজ আর জীবিত নেই।
তাই ভেসে যায়;
সুন্দর সুন্দর গন্ধময় ইচ্ছেগুলো
অভাগার মতো আর্তনাদ করতে করতে
ভেসে ডুবে যায়।

© অরুণ মাজী

অলস মানুষ (Alos Manush)
Friday, May 26, 2017
Topic(s) of this poem: bangla,human,labour,poem,work
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success