তারপর শূন্য চোখে (Amal) Poem by Arun Maji

তারপর শূন্য চোখে (Amal)

তারপর শূন্য চোখে
চেয়ে থাকবো
আকাশের দিকে।

খাটের উপর শায়িত আমি।
শিয়রে রজনীগন্ধা
দূরে পদপ্রান্তে
অসংখ্য মানুষ
পাশে তুমি
সাথে
তোমার কাঁকনধ্বনি
তোমার কণ্ঠের
অব্যক্ত কিছু কথা।

জেগে উঠবে খোল
নেচে উঠবে করতাল
অধমাতাল কিছু লোকজন
সমস্বরে গাইবে
বলো হরি, হরি বোল।

হরিনাম শুনে  
ডুকরে কেঁদে উঠবে তুমি।
বুঝবে
এবার বিদায়ের পালা।

অনুতাপ করবে তুমি-
আমাকে ধরে রাখতে পারলে না তুমি!
না গো না
অনুতাপ করো না।
তুমিই বলো, এ পৃথিবীতে
কে কাকে বুকে ধরে রাখতে পারে?

হ্যাঁ, ছুটিই দাও আমায়।
তবে তার আগে
তোমার ঠোঁট দিয়ে
ঠোঁট দুটো ছুঁয়ে দাও আমার।

© অরুণ মাজী

তারপর শূন্য চোখে (Amal)
Wednesday, April 21, 2021
Topic(s) of this poem: bangla,bangladesh
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success