আমাকে ছুটি দাও (Amal) Poem by Arun Maji

আমাকে ছুটি দাও (Amal)

Rating: 5.0

তোমাদের পাঞ্জাবির পকেটে দখলদারির ছাড়পত্র
নাভির ভাঁজে খাঁজকাটা কাব্য
চোখের আড়ালে নীলাভ আমন্ত্রণ
ভালোবাসার আড়ালে গাঢ় তৃষ্ণা-
আর বিনিদ্র রাখে না আমাকে।

হাসির মোড়কে
তোমাদের সুগভীর অবসাদ পান করতে করতে
আমিও আজ অবসাদগ্রস্ত।

ছুটি দাও। আমাকে ছুটি দাও।

তোমাদের শব্দের চড়ুইভাতি
প্রতিশ্রুতির শীৎকার
ভদ্রতার উলঙ্গ বেহায়াপনা
শ্লীলতার অশ্লীল নগ্ন নৃত্য প্রত্যক্ষ করতে করতে
আমিও আজ কাপড় পরা উলঙ্গ।

লোভ হিংসা কামনার চটচটে পিচ্ছিল পথে
চাইলে তোমরা গড়াগড়ি খাও;
আমি আর নয়।

ছুটি দাও। আমাকে ছুটি দাও।

পুরো আকাশ তো কখনো চাই নি
কেবল একটুকরো আকাশ চেয়েছিলাম।
তাও আমার জন্য চাই নি।
পেন্তীর মায়ের জন্য চেয়েছিলাম
নগেন মাস্টার গফুর মিঞার জন্য চেয়েছিলাম।

তাতেও তোমাদের
কথার খঞ্জনি। সুদৃশ্য মাংসল বুকের নিচে
প্রবঞ্চকতার সুদীর্ঘ নৃত্য।

তোমাদের ঘোমটার আড়ালে
খ্যামটা নাচ দেখতে দেখতে আমি ক্লান্ত।
ছুটি দাও। আমাকে ছুটি দাও।

আজ তবে
নিঃস্তব্ধতা আমার সঙ্গী হোক
একাকীত্ব আমার বান্ধব হোক।
রাতের আকাশ, মায়াবী জ্যোৎস্না, নদীর ভালোবাসা
আমার পথ্য হোক, পাথেয় হোক।

হাতজোড় করে বলছি তোমাদের-
নৈঃশব্দের কোমল বুকে
যখন অনন্ত নিদ্রায় শায়িত আমি;
তোমাদের কোমল কর্কশ স্বরে
কখনো ডেকো না আমাকে।

খবরদার!
আমার শ্মশানে মালা চড়িও না আবার।
ফুলের গন্ধ মাখা তোমাদের হিংস্র মুখ
আমি দেখতে চাই না আর।

© অরুণ মাজী

আমাকে ছুটি দাও (Amal)
Tuesday, August 21, 2018
Topic(s) of this poem: depression,despair,hypocrisy,war,war and peace
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success