আমি হারতে চাই (Ami Harte Chai) Poem by Arun Maji

আমি হারতে চাই (Ami Harte Chai)

Rating: 5.0

আমি হারতে চাই।
কেউ আমাকে
হেসে হেসে হারিয়ে দিক এখুনি।
কেউ আমাকে
আড়চোখের এক ঝিলিকে
হারিয়ে দিক এখুনি।

জিততে জিততে
ক্লান্ত অবসন্ন আমি
আহত রক্তাক্ত আমি।
জিততে আমি আর চাই না গো
জিততে আমি আর চাই না।

আমি হারতে চাই।
কেউ আমাকে বাতাস হয়ে
উড়িয়ে নিক এখুনি।
কেউ আমাকে প্লাবন হয়ে
ভাসিয়ে নিক এখুনি।
কেউ আমাকে আগুন হয়ে
পুড়িয়ে দিক এখুনি।

আমি হারতে চাই, হারাতে চাই।
আমি পুড়তে চাই, মরতে চাই।

কেউ আমাকে
তার নরম বুক দিয়ে গোঁত্তা মেরে
হারিয়ে দিক এখুনি।
কেউ আমাকে
তার লাল ঠোঁটের আগুন দিয়ে
পুড়িয়ে দিক এখুনি।
কেউ আমাকে
তার নিতম্ব নদীর চোরাস্রোতে
ভাসিয়ে নিক এখুনি।

জিততে জিততে
ক্ষত বিক্ষত রক্তাক্ত আমি।
আজ হারতে চাই আমি।

ওহে, কেউ কি আছো
বুকে ছুঁরি গেথে হারিয়ে দেবে আমায়?

© অরুণ মাজী
Painting: William-Adolphe Bouguereau

আমি হারতে চাই (Ami Harte Chai)
Tuesday, September 26, 2017
Topic(s) of this poem: defeat,life,love
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success