আমি কি ধরিত্রী যোগ্য? (Ami Ki Dhoritri Jogyo?) Poem by Arun Maji

আমি কি ধরিত্রী যোগ্য? (Ami Ki Dhoritri Jogyo?)

Rating: 5.0

আমি কি ধরিত্রী যোগ্য?
বৃষ্টির বুকে হাত রেখে জিজ্ঞেস করি।

বৃষ্টি বলে-
তোর হাত বড় কর্কশ আর নির্মম
তুই ধরিত্রী যোগ্য নয়।

আমি কি ধরিত্রী যোগ্য?
ফুলের ঠোঁটে ঠোঁট রেখে জিজ্ঞেস করি।

ফুল বলে-
তোর দাঁতে নৃশংসতার আঁশটে গন্ধ
তুই ধরিত্রী যোগ্য নয়।

কলসী দড়ি নিয়ে
নদীর ধারে আসি।
দীর্ঘশ্বাস বুকে নদীকে বলি-
আমি ধরিত্রী যোগ্য নই
আমি তাহলে মরি?

নদী বলে-
তোবা তোবা! মরবি কেন?
ভালোবাসতে শেখ,
তাহলেই ধরিত্রীযোগ্য হয়ে উঠবি।

© অরুণ মাজী

আমি কি ধরিত্রী যোগ্য? (Ami Ki Dhoritri Jogyo?)
Saturday, September 2, 2017
Topic(s) of this poem: human,love and life
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success