আমি উলঙ্গ পৃথিবী দেখতে চাই (Ami Ulong Prithibi Dekhte Chai) Poem by Arun Maji

আমি উলঙ্গ পৃথিবী দেখতে চাই (Ami Ulong Prithibi Dekhte Chai)

Rating: 5.0

আজ এক আড্ডায়, এখানকার এক প্রফেসর আমাকে জিজ্ঞেস করলেন- "তুমি তাহলে কেমন পৃথিবী দেখতে চাও? "
আকর্ণ বিস্তৃত হাসি হেসে আমি বললাম- "আমি উলঙ্গ পৃথিবী দেখতে চাই"। এই পৃথিবীতে, নারী পুরুষ সবাইকে আমি আবার একসাথে উলঙ্গ দেখতে চাই। ভাবছো- অরুণ মাজী একটা অশ্লীল মার্কা ইতর?

ভাবতেই পারো। আমার তাতে কাঁচকলা! তোমরা জানো- সারা পৃথিবী যখন ভদ্র সাজতে ব্যস্ত, আমি তখন ইতর সাজায় মগ্ন। ইতর হওয়ার জন্য রাত দিন আমি পরিশ্রমও করছি। ভদ্র লোকের কাঁছা আর আন্ডারপ্যান্ট- কত কত প্রকারে, কত কত অজুহাতে টেনে, তাদের নপুংসক পুরুষাঙ্গকে নিয়ে লোফালুফি খেলা যায়; আমি সেই সাধনায় ব্যস্ত।

ভাবছো- নারী পুরুষ উলঙ্গ হলে, সমাজ আর সভ্যতা রসাতলে যাবে? একদমই না। তাতে বরং মানুষ জাতির উত্তরণ ঘটবে। ভাবো তো- সভ্যতার আদিলগ্নে নারী পুরুষ সবাই উলঙ্গ ছিলো! আমাদের সেই পূর্বপুরুষরা কি, আমাদের চেয়ে বেশি ধর্ষক ছিলো? নাহঃ। আজকের কাপড়ে ঢাকা সভ্য মানুষই বরং বেশি রকমের ধর্ষক। আমরা একদিকে দেবী দশভূজার পূজা করে নারী শক্তির আরাধনা করি। অন্যদিকে সেই নারীকে নিষ্ঠুর সংস্কার আর ঘোমটার আড়ালে ঢেকে, রাতদিন তাদেরকে বলাৎকার করি। আমরা সানি লিওনকে লোক সমক্ষে খিস্তি খেউর করি। তারপর রাতের আঁধারে, সানি লিওনের নগ্ন ছবির সমানে কাটা ছাগলের মতো আর্তনাদ করি।

আমরা কি তবে, উলঙ্গ মানবের চেয়ে বেশি উলঙ্গ নই?

আবরণ আমরা কিসের জন্য ব্যবহার করি? কোন কিছুকে "ঢাকতে"। যা কিছু এমনিতেই সুন্দর, তাকে আমরা আবরণে ঢাকবো কেন? ঢাকলে তো তার সৌন্দর্যকেও ঢেকে দেওয়া হয়! দেখো না- অর্জুন রামপালের মোটা মোটা সুন্দর পেশী আছে বলে, সে কেমন খালি গায়ে রাস্তা হেঁটে যায়! প্রিয়াঙ্কা চোপড়ার সুন্দর "বসম" আছে বলে, সে কেমন বুক খোলা ব্লাউজ পরে, ক্যামেরার সামনে দাঁড়ায়!

প্রিয়াঙ্কা চোপড়া ক্ষমতাশালী বলে, তার খোলা বুক আমরা পয়সা খরচ করে লাইন দিয়ে দেখি। অথচ আমাদের পাড়ার চামেলি যখন, তার ডাগর ডাগর বুক নিয়ে পথ হেঁটে যায়, তখন তাকে তোমরা চরিত্রহীনা বেশ্যা বলে খিস্তি করো! ক্ষমতাশালীদের উলঙ্গপনা তোমাদের কাছে "ফ্যাশন"! আর গরীবদের স্বাভাবিক বিচরণও তোমাদের কাছে অশ্লীলতা! আহাঃ কি সুন্দর শ্লীলতা জ্ঞান তোমাদের!

আমরা ঢাকি তার কারন- আমাদের মধ্যে এমন কিছু নোংরা জিনিস আছে, যা আমরা লুকাতে চাই। আমাদের মধ্যে যদি নোংরা কিছু না থাকে, তাহলে তা লুকানোর দরকার হবে কেন?

আমাদের ঢাকার এই প্ৰচেষ্টাই আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়, আমরা চরিত্রে কত নীচ আর উলঙ্গ! সভ্যতার বিবর্তনের সঙ্গে সঙ্গে মানুষের চরিত্র আরও কুটিল আর নোংরা হচ্ছে। সেই নোংরামো ঢাকতে, মানুষ আরও বেশি রঙ বেরঙের আবরণে আচ্ছাদিত হচ্ছে।

উলঙ্গ সেই সাজতে পারে, যার চরিত্র অমলিন। সমাজ আর সংস্কারকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে, উলঙ্গ হয়ে সেই পথ হাঁটে- বুকে যার সূর্যের মতো প্রত্যয় আর আত্মবিশ্বাস। যারা চোর, তারা তাই রাম নামাবলী বা আলখাল্লার আড়ালে কালো মুখ ঢাকে। যারা খুনী, তারা তাই কোরান, বাইবেল বা গীতার আড়ালে রক্তমুখ ঢাকে।

এই সব ছদ্মবেশী মানুষ কি, কখনো পারবে তাদের আবরণ থেকে বেরুতে? নাহঃ কখনো পারবে না। কেন? কারন- তাদের ধরা পরার ভয়! রাজ্যের মুখ্যমন্ত্রী চটি জুতো পরলো কি হীরের জুতো পরলো; তার সাথে রাজ্যের উন্নয়নের সম্পর্ক কি? কিছুই নয়। তবুও মমতা ব্যানার্জী চটি জুতো পরে কেন? নেতারা কোর্ট হ্যাট পরলো কি গান্ধী টুপি পরলো, তার সাথে দেশের উন্নয়নের সম্পর্ক কি? কিছুই নয়। তবুও নেতারা গান্ধী টুপি পরে কেন?

কারন- খুবই সোজা। বুদ্ধু ভোঁদড় জনগণকে, তারা এইভাবেই টুপি পরায়। নইলে হুক্কাহুয়া ডাকা জনগণ- প্রিয়াঙ্কা চোপড়ার খোলা বুক দেখার জন্য পয়সা খরচ করে লাইন দেয়; অথচ তাদের পাড়ার চামেলী যখন ডাগর ডাগর বুকে, স্বর্গীয় উচ্ছ্বাস তুলে হেঁটে যায়- তাকে তারা বেশ্যা বলে খিস্তি দেয়!

ওহে চিত্রগুপ্ত, কোথায় গেলে তুমি? এসো এসো, হুঁকো নিয়ে এসো; একটু নেশা করি আমি! ভোঁদড়দের মূর্খামি দেখলে আমার গা-টা গুলিয়ে উঠে!

© অরুণ মাজী
Painting: Frederick Arthur Bridgman

আমি উলঙ্গ পৃথিবী দেখতে চাই (Ami Ulong Prithibi Dekhte Chai)
Wednesday, November 15, 2017
Topic(s) of this poem: character,nakedness,human
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success