Attic Poem by Abdul Wahab

Attic

Rating: 4.0

চিলেকোঠা

কোন দিক দিয়ে ঢুকতে হবে আর কোন দিক দিয়ে বেরোতে হবে, আমার গন্তব্য স্থান হ’ল ঐ চিলেকোঠা, বেইসমান্টে গেলে অপচয় হবে না তো, সময়ের, শ্রমের আর টাকার? আজ এই উদারীকরণের যুগে কিছু সঙ্কীর্ণ মনা মানুষ থাকলেও বেশীর ভাগ মানুষই বড় চিত্তের তাই নয় কি, নইলে এর নাম উদার হবে কেন? আর চিত্তের উদারীকরণ না হলে জীবনের অনান্য ক্ষেত্রে উদার হওয়া সম্ভব? সম্ভবত না । তাই চিলেকোঠায় যাওয়ার ইচ্ছে করলেই চতুর্দিক ধেয়ে আসবে লিফট, এটা আশা করাই যায় । শুধু চাই একটি পাথর কঠিন সংকল্প আর সোনালী মানসিকতা । আর এই মানসিকতা তৈরি করতে কোন বিষয় বস্তুর উপর নির্ভর করেনা । না দরকার হয় কোন স্বর্ণ কণা।বন্ধু, বুঝেছ তো?

Friday, March 20, 2015
Topic(s) of this poem: love
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success