ভালো তোমাকে বাসি না (Bhalo Tomake Basi Na) Poem by Arun Maji

ভালো তোমাকে বাসি না (Bhalo Tomake Basi Na)

Rating: 5.0

ভালো তোমাকে বাসি না ​; ​
তোমাকে কেবল
​একটু ​ভাবতে ইচ্ছে করে।

হাসি হাসি মুখটা তোমার
একটু দেখতে ইচ্ছে করে।
কাজল কালো চোখে তোমার
একটু ডুবতে ইচ্ছে করে।
রাঙা ​রাঙা পাপড়ি তোমার
একটু ছুঁতে ইচ্ছে করে।

মাইরি বলছি​, ভালো তোমাকে বাসি না।
​একটুও না। কক্ষনো না।

​তোমার কথা ভেবে​ কেবল ​
নীল নীল ব্যথা​, একটু পেতে ইচ্ছে করে।
সবুজ সবুজ স্বপ্ন, ​একটু ​দেখতে ইচ্ছে করে।
হলদে হলদে হাসিতে​ তোমার​, ​একটু ​উড়তে ইচ্ছে করে।
কালো কালো ​চোখে তোমার​, ​একটু ​​মরতে ইচ্ছে করে।

দিব্যি দিয়ে বলছি ​আমি
ভালো ​তোমাকে বাসি না।
​ইচ্ছে করেও না। ভুল করেও না। ​

​মাঝে মাঝে কেবল
​তোমার ​সুউচ্চ পাহাড়ে
​একটু ​চড়তে ইচ্ছে করে।
তোমার উপত্য​কার ঢালে ​
​গড়িয়ে পড়ে পাঁজর ভাঙতে ইচ্ছে করে।
তোমার ​কুয়াশা ঢাকা অরণ্যে
​একটু ​হারাতে ইচ্ছে করে।
তোমার পূর্ণিমা​ মাখা নদীতে
​একটু ​ডুবতে ইচ্ছে করে।

ভালো তোমাকে বাসি না গো
ভালো তোমাকে বাসি না।
​তবুও ​কেন জানি
কাজল কালো চোখে ​তোমার​
​বারবার ​মরতে ইচ্ছে করে।

ভালো তোমাকে বাসি না গো
ভালো তোমাকে বাসি না।

© অরুণ মাজী
Painting: John William Godward

ভালো তোমাকে বাসি না (Bhalo Tomake Basi Na)
Saturday, October 14, 2017
Topic(s) of this poem: bangla,desire,love,lust,passion
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success