বুকে একটু প্রেম ভরে দাও (Buke Ektu Prem Bhore Dao) Poem by Arun Maji

বুকে একটু প্রেম ভরে দাও (Buke Ektu Prem Bhore Dao)

Rating: 5.0

না হয় তুমিই শিখিয়ে দাও।
ছুঁয়ে ছুঁয়ে আমায় তুমি
ভালোবাসা শিখিয়ে দাও।

রোদে জলে মাটি কেটে
তপ্ত দগ্ধ এ প্রাণ।
জ্বলে জ্বলে পুড়ে পুড়ে
পরিতাপ অভিমান।

ভালোবাসতে গিয়ে আমি
ঘৃণা করে ফেলি।
কোমল করে ছুঁতে গিয়ে
আঘাত দিয়ে ফেলি।

পুড়ে ছাই হওয়া চন্দন
সেও সুগন্ধ ভুলে যায়।
আহত প্রত্যাখাত প্রেমিক
সেও প্রেম ভুলে যায়।

কি করে বাসবো ভালো, বলো?
হতভাগ্য প্রেমহীন জীবনে
কিভাবে প্রেম জাগাবো বলো?

আদর করতে গিয়ে আমি
আঘাত করে ফেলি।
ফুলের সুগন্ধ শুঁকতে গিয়ে
আমি ফুল ছিঁড়ে ফেলি।

ভালোবাসতে যে চাইলেও
ভালোবাসতে আমি পারি না।
সুগন্ধী হতে যে চাইলেও
বুকে সুগন্ধ আনতে পারি না।

না হয় তুমিই শিখিয়ে দাও।
ভেজা ভেজা ঠোঁটে তোমার
হৃদয়ে আমার বৃষ্টি এনে দাও।
ডাগর ডাগর বুকে তোমার
প্রাণে আমার সুগন্ধ এনে দাও।
ঝিলিক ঝিলিক চোখে তোমার
বুকে আমার স্বপ্ন এঁকে দাও।

না হয় তুমিই শিখিয়ে দাও।
তোমার মিঠে বুক ঘষে ঘষে
বুকে একটু প্রেম ভরে দাও।

© অরুণ মাজী
Painting: Yigal Ozeri

বুকে একটু প্রেম ভরে দাও (Buke Ektu Prem Bhore Dao)
Monday, September 11, 2017
Topic(s) of this poem: love,passion,rebirth
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success