এমনটা যদি হতো (আগর এ্যায়সা ভি হো সকতা...)by Gulzar. Poem by Madhabi Banerjee

এমনটা যদি হতো (আগর এ্যায়সা ভি হো সকতা...)by Gulzar.

আগর এ্যায়সা ভি হো সকতা: গুলজার
If possible: gulzar
এমনটা যদি হতো…..: মাধবী বন্দ্যোপাধ্যায়

এমনটা যদি হতো
আমার স্বপ্নগুলোকে তোমার ঘুমের মাঝে চালনা করে দিতে পারতাম
আর সবগুলোই দেখতে পেতে যা আমি প্রায়শঃই দেখে থাকি।
এমনটা সম্ভব হতো, তুমি জানতে পারছ যে
আমি তোমাকে বর্ডার পার করে দিনাতে নিয়ে গেছি।
সেই বাড়িটা দেখাচ্ছি যেখানে জন্মেছিলাম
সেখানে সারাদিন ধরে ছাদের লোহার গ্রীলের ওপর কিরণ দিত সূর্য
আরআমার উঠোনটা দাবার ছক হয়ে যেত
আমি তোমাকে সেই সরষে ক্ষেত দেখাতাম
তুমি জানতে পারতে হলুদ সরষে ফুলের স্বাদ কেমন হয়।
মাইলের পর মাইল বটের ঝুরি স্যাঁতস্যেতে মরসুমে
কেমন ভেলকি দেখায়
ওই স্যাঁতস্যেঁতের সোঁদা গন্ধ
আমার চোখে এক আবেশে এনে দিত।
যখন স্বপ্নে আমি ঐ পথে যেতাম।
আমি তোমাকে রহতাসের চলমান কূয়াঁ দেখাতাম
যেটা সারাদিন দূর্গে বন্দি থাকত আর রাতেরবেলায় গ্রামে আসত
ওরা বলত…..
একটি চাকায় চড়ে তোমাকে নিয়ে উড়তাম কালা থেকে কলোয়াল
ঝীলমের চারধারের মজাদার দৃশ্যাবলীকে দেখাতাম
যেখানে ছেলেরা তরমুজ ধরে ভেসে বেড়ায়
আর আমি তাগড়াই সরদারের পাগড়ী ধরে ডুব সাঁতার কেটে উপর নিচে দুলতাম
যতক্ষন না এক দমকা ঢেউ চমকে দিয়ে আমাকে জাগিয়ে দিত।
কিন্তু এসকল স্বপ্নেই সম্ভব
এখানে এখন রাজনীতি বিভাজন চলছে
এটা এখনও আমার মাতৃভূমি
কিন্তু এটা এখন আর আমার দেশ নয়।
ওখানে যেতে হলে দুই সরকারের অনেক অফিসে ঘুরতে হবে
মুখে দুই সরকারের মোহর লাগাতে হবে
আমার স্বপ্নকে প্রমাণ করতে।।

Friday, January 26, 2018
Topic(s) of this poem: descriptive
POET'S NOTES ABOUT THE POEM
it is translated from hindi versionof gulzar's poem
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Madhabi Banerjee

Madhabi Banerjee

allahabad
Close
Error Success