ছেয়ে আছো তুমি (Chheye Achho Tumi) Poem by Arun Maji

ছেয়ে আছো তুমি (Chheye Achho Tumi)

Rating: 5.0

ছেয়ে আছো তুমি।
শয়ন স্বপন, ধন প্রাণ মন
ছেয়ে আছো তুমি।

একটু ছুটি দিতে পারো না?
তুমি ছাড়াও,
পৃথিবীও তো আছে?
আকাশ-বাতাস বৃক্ষ-লতা
তারাও তো আছে।
তবে তাদেরকে কেন দেখি না?

চোখ মেললে
তোমার হাসি আসে হেঁটে।
কান পাতলে
তোমার গুঞ্জন আসে গেয়ে।
বাতাস শুঁকলে
তোমার সুগন্ধ আসে ধেয়ে।

একটু ছুটি দিতে পারো না?
বলো, কতক্ষণ আর
তোমাতে বুঁদ থাকা যায়?
কাজ নেই আমার?
খাওয়া দাওয়া নেই আমার?
একটু ঘুম নেই আমার?

শয়নেও কড়া নাড়ো তুমি
স্বপনেও উঁকি মারো তুমি।
ভালোবাসি বলে
আমার কি কোন স্বকীয়তা নেই?
পুরুষ বলে
আমার কি কোন গোপনীয়তা নেই?
ঘুমের মধ্যেও
সুড়সুড়ি দাও তুমি।
কাজের মধ্যেও
হেসে হেসে ঘেঁষে যাও তুমি।

ছেয়ে আছো তুমি।
জীবন যৌবন, ধর্ম কর্ম্ম
ছেয়ে আছো তুমি।

© অরুণ মাজী
Painting: Hugues Merle

ছেয়ে আছো তুমি (Chheye Achho Tumi)
Friday, September 15, 2017
Topic(s) of this poem: bangla,blindness,dream,drunkenness,love
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success