ছুঁয়ে ছুঁয়ে বদলে দাও আমাকে (Chhunye Chhunye Bodle Dao Amake) Poem by Arun Maji

ছুঁয়ে ছুঁয়ে বদলে দাও আমাকে (Chhunye Chhunye Bodle Dao Amake)

Rating: 5.0

এমনি বদলাতে পারবো না
ছুঁয়ে ছুঁয়ে বদলে দাও আমাকে।
যেমন করে​-​
শিশির বদলে দেয়​ ক্ষুধার্ত ধরিত্রীকে।
তরঙ্গ বদলে দেয় ​তৃষ্ণার্ত বালুচর​কে। ​

এমনি বদলাতে পারবো না
ছুঁয়ে ছুঁয়ে বদলে দাও আমাকে।
আলতো করে ছুঁয়ে ছুঁয়ে
আপাদমস্তক বদলে দাও আমাকে।

​তোমার ​রাঙা ঠোঁটের স্পর্শে
বদলে দাও লোভাতুর হৃদয়কে।
পাহাড়​ বুকের স্পর্শে
বদলে দাও কামাতুর পৌরুষত্বকে।
জ্যোৎস্না ​চোখের ঝিলিকে
​বদলে দাও আত্মার সব আঁধারকে।

এমনি বদলাতে পারবো না
ছুঁয়ে ছুঁয়ে বদলে দাও আমাকে।
​যেমন করে- ​
ছেনির স্পর্শে
ভাস্কর বদলে দেয় পাথরের​ মৃত আত্মাকে। ​
তুলির স্পর্শে
শিল্পী বদলে দেয় ​রুক্ষ ক্যানভাসকে।
রঙের স্পর্শে
রামধনু বদলে দেয় ​বিষণ্ণ আকাশকে।

বড় পাপী আর নিষ্ঠুর আমি।
এমনি বদলাতে পারবো না
ছুঁয়ে ছুঁয়ে বদলে দাও আমাকে।
তোমার ​কোমল বুকের স্পর্শে
বদলে দাও ​নষ্ট যৌবনকে।
তোমার ভেজা ঠোঁটের স্পর্শে
বদলে দাও ​কষ্টের জীবনকে।
​তোমার নিতম্বের তরঙ্গে
বদলে দাও লক্ষ্যভ্রষ্ট স্বপ্নকে।

বদলে দাও ​হে সখী ​
বদলে দাও অসহায় ​এই ​বালককে।
স্রষ্টা​ আসনে বসাবো তোমায়
বদলে দাও ঘৃণ্য ​এই ​নরপশুকে।
ঈশ্বর ​জ্ঞানে অঞ্জলি দেবো চরণে
বদলে দাও ​নিষ্ঠুর এই পাপীকে। ​

এমনি বদলাতে পারবো না
ছুঁয়ে ছুঁয়ে বদলে দাও আমাকে।
তোমার নারী স্তনের অমৃত দিয়ে
বদলে দাও মুমূর্ষু এই অধমকে।

বদলে দাও ​হে মালবিকা
​ছুঁয়ে ছুঁয়ে বদলে দাও আমাকে।

© অরুণ মাজী
Painting: Pino Daeni

ছুঁয়ে ছুঁয়ে বদলে দাও আমাকে (Chhunye Chhunye Bodle Dao Amake)
Sunday, October 29, 2017
Topic(s) of this poem: bangla,bangladesh,change,desire,love,passion,poem,touch
COMMENTS OF THE POEM
Sagar majhi 15 June 2018

Valo kobita

0 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success