চোখের জল সব জানে (Chokher Jol Sob Jane) Poem by Arun Maji

চোখের জল সব জানে (Chokher Jol Sob Jane)

Rating: 5.0

চোখের জলকে জিজ্ঞেস করো
ওর সব জানা আছে।

তোমাকে ঠিক কতটা ভালোবাসি?
তোমার কতটা না হলে
আমার এক মুহূর্তও চলে না?
ওর সব জানা আছে।

জিজ্ঞেস করো
ওকে হাতে নিয়ে জিজ্ঞেস করো,
ওর সব জানা আছে।
স্বপ্নে কে আসে?
পড়ার টেবিলে কে পাশে এসে বসে?
নদীর ঘাটে কাকে মনে করি?
পাথরে আমি কার ছবি আঁকি?
জিজ্ঞেস করো
ওকে একবার জিজ্ঞেস করো,
ওর সব জানা আছে।

চোখের জল বলে কি
ও কিছুই জানে না?
সব জানে গো, সব জানে।
আমার চোখের জল সব জানে।
এমন কি, আমিও যা জানি না
আমার চোখের জল তা জানে।

কতটা ভালোবাসি?
তোমাকে ঠিক কতটা ভালোবাসি?
আমি তার কতটুকু জানি?
অথচ আমার চোখের জল?
ও সব জানে।

জিজ্ঞেস করো
ওকে হাতে নিয়ে জিজ্ঞেস করো,
ওর সব জানা আছে।

© অরুণ মাজী
Painting: Xie Chuyu

চোখের জল সব জানে (Chokher Jol Sob Jane)
Wednesday, September 27, 2017
Topic(s) of this poem: bangla,love,pain,tears
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success