চল, সুখ কুড়োতে যাই (Chol, Sukh Kurote Jai) Poem by Arun Maji

চল, সুখ কুড়োতে যাই (Chol, Sukh Kurote Jai)

Rating: 5.0

চল, তুই আমি
ঘোষ বাগানে
সুখ কুড়োতে যাই।

জানিস?
ঘোষ বাগানে
এই এত্তো এত্তো সুখ!
আসলে​, ​ জঙ্গল বলে
কেউ তো যায় না ওখানে।
তুই কি জানিস?
সুখ কেবল
নিরিবিলিতেই ভালো ফলে।

খবরদার!
টুঁ শব্দও করবি না।
ঘেঁষে ঘেঁষে কাছে বসে,
তুই কেবল
আমার হাতটা চেপে ধরবি।
দেখবি, কত কত সুখ তখন
হৈ হুল্লোড় সাথে
আমাদের বুক ছুঁয়ে যাচ্ছে।

​চল, সুখ কুড়োতে যাই। ​

© অরুণ মাজী
Painting: John Willian Godward

চল, সুখ কুড়োতে যাই (Chol, Sukh Kurote Jai)
Sunday, April 22, 2018
Topic(s) of this poem: desire,happiness,joy,love,passion,touch
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success