পরিচ্ছন্নতা আর পবিত্রতা / Cleanliness And Holiness Poem by Rhymer Rhymer

পরিচ্ছন্নতা আর পবিত্রতা / Cleanliness And Holiness

জানেন কি? ?
আর মানেন কি?
পরিচ্ছন্নতা আর পবিত্রতা
শুনে একই মনে হয়
আদতে দুটো ভিন্ন জিনিস
পরিচ্ছন্ন হলেই পবিত্র হয় না
পরিচ্ছন্নতা বাহ্যিক ব্যাপার
আর পবিত্রতা ভিতরের ব্যাপার
পরিছন্নতা অঙ্গ প্রতঙ্গে
পবিত্রতা মনের ভিতরে

শরিয়াতে পরিছন্নতা বাধ্যতামূলক
তরিকতে পবিত্রতা বাধ্যতামুলক
অজুতে শরীর পরিছন্ন হয়
তউবায় মন পবিত্র হয়
তউবায় থাকে ভয়
ওজু ৫চ ইন্দ্রিও কে স্রষ্টামুখি করে
তউবাহ মঙ্কে স্রষ্টামুখি করে
তউবার ভয় স্থায়ি হয়
অজুর ভয় স্থায়ি নয়
পরিছন্নতা মানুষের কাছে থেকে সম্মান আনে
পবিত্রতা আল্লাহর কাছ থেকে সম্মান আনে

আল্লাহর ভয় সব সময় মনে স্থায়ী থাকতে চায় না
আর একারনেই আকাজ কুকাজ ঘটেই থাকে
কজনের নামাজ পবিত্র মনে হয়
হলে আল্লাহর দিদার হবে
হলে ফাহেশা কাজ বন্ধ হবে
নামাজি বাড়ছে সমাজ কি ভালো হচ্ছে

নামাজে দাঁড়িয়ে থাকা কেও কি করে অন্য নামাজি কে আঘাত করে
আলী রাঃ এর ঘাতক অজু করে নামাজে দাঁড়িয়ে ছিল
সে ছিল পরিছন্ন কিন্তু পবিত্র কে হত্যা করলো
আর কারবালার ময়দানে দুই দিকেই ছিল নামাজি
হাফেজে কোরআন ছিল ৭০০ এর মতো
এখানেও পরিছন্নতা পবিত্রতাকে হত্যা করলো
আল্লাহর কাছে সেই সম্মানিত যে পবিত্র
কলুষ যুক্ত মন নিয়ে কি কোরআন পাঠ আর নামাজ
দুই ই বৃথা
বুঝলেন?
পবিত্রতা কি জিনিস
তা মনের কলুষ মুক্ত তা ।

>
আবু সাইদ খুদ্রি রাঃ থেকে বরনিতঃ- হুজুর সঃ বলেছেন, পুরবাঞ্চল হতে একদল লোক আত্মপ্রকাশ করবে। তারা কুরান পাঠ করবে কিন্তু তাদের পাঠ তাদের কণ্ঠনালীর নীচে নাম্বে না। (অন্তরের পাঠ নয়)তারা তাদের দ্বীন ধর্ম এমনভাবে উপেখখা করবে, যে ভাবে তীর শিকার অতিক্রম করে যায়। তারা পুনরায় তাদের ধর্মের দিকে ফিরে আসবে না - - যতখখন পর্যন্ত না তীর স্বস্থানে ফিরে আসবে। জিজ্ঞেস করা হল, তাদের চেনার মতো নিদর্শন কি হবে? তিনি সঃ বললেন, তাদের নিদর্শন হল, তাদের মাথা মুণ্ডিত থাকবে! বুখারি /হাদিস নঃ ৩৪৯৫/ প্অরকাশ-২০০২/ বাংলাদেশ তাজ কোম্পানি লিঃ

Thursday, November 1, 2018
Topic(s) of this poem: holy
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Rhymer Rhymer

Rhymer Rhymer

DHAKA Tangail, BANGLADESH
Close
Error Success