ধর্ম কি আনুষ্ঠানিকতা মাত্র? Dhormo Ki Anusthanikota Matro? ......২......।। Poem by Rhymer Rhymer

ধর্ম কি আনুষ্ঠানিকতা মাত্র? Dhormo Ki Anusthanikota Matro? ......২......।।

মুখে কিছু আওড়ালেন তারপর শেষ।
ঈদ প্রতিদিন, রোজা প্রতি মুহূর্তে, কুরবানির শেষ নেই;
এটা ধর্ম; নিজেকে বিক্রি তার কাছে যিনি মালিক আর তিনি নেন না; এ জগতে সব বিলিয়ে দিতে হয়
তোমার বিশাল ইংকামে কতজনের রিজিক
সোজাকে উল্টা আর উল্টাকে সোজা যে দেখে
সে কি ধর্মের মর্ম বিক্রির কর্ম পছন্দ করবে?
সবাই পাগল অথচ নিজের পাগলামি তা বুঝে না
রক্ত মাংশের শরির দিয়ে লুটে পুটে খায়;
অন্তর আত্মাটা একেবারে কাহিল হয়েগেছে;
এতোটা রোগে আক্রকান্ত যে উল্টাকে সোজা আর সোজাকে উল্টা দেকছে;
উপবাসে অন্তর আত্তা কাহিল তাই সত্যকে চোখে আঙ্গুল দিয়ে দেখালেও দেখে না;
চলাফেরা কারি নামাজি অথচ অন্তর মরা; মৃত আত্তার চলন বলন কথন বচন;
সত্তা পলে পলে মরে যায় হারিয়ে যায়;
প্রতি পলের হারিয়ে যাওয়ার অন্বেষণকারীর মরণ নেই।
সে অনন্ত পথে আর দেহ মাটীর দুনিয়াতে;
যাত্রা পথে স্টেশনে ক্ষণিক বিরতি;
অসুস্থ আত্তা তাই বিরতিকেই জীবন ভাবে অথচ তা অন্তহীন.....!
ওয়েটিং রুমের মোহগ্রস্ত লোকের দীন ধর্ম কি...।

Thursday, October 4, 2018
Topic(s) of this poem: religions
COMMENTS OF THE POEM
Rhymer Rhymer

Rhymer Rhymer

DHAKA Tangail, BANGLADESH
Close
Error Success