Dinaby Gulzartranslated By Madhabi Baberjee Poem by Madhabi Banerjee

Dinaby Gulzartranslated By Madhabi Baberjee

DINA : GULZAR
দীনা: মাধবী বন্দ্যোপাধ্যায়

আমি ওয়াঘা থেকে যাত্রা করেছিলাম
এবড়ো-খেবড়ো মাটিতে ছক কেটে
লাফিয়ে লাফিয়ে স্টাপু খেলতে খেলতে এগিয়ে চলছিলাম
একটি বাষ্পযানে চড়ে ঝীলমের ওপর সেতু পার হচ্ছিলাম
মাঙ্গলাকে পিছনে রেখে কালোয়াল থেকে
দীনা শহরের দিকে কুরনালের কাছে
ওখানে আমি জন্মেছিলাম।
গলি পথে পা দিয়ে ঢিল সরাতে সরাতে
স্কুলব্যাগটি গলায় ঝুলিয়ে নর্দমায় নুড়ি খুঁজত খুঁজতে
রাইটিং বোর্ডটি দোলাতে দোলাতে চলছিলাম।
কিছুক্ষনের জন্য থমকে গেলাম
মিলের কুক কুক আওয়াজ হচ্ছিল
কিসের যেন এক সোরগোল
দু'টো ভেড়ার হেনা রঞ্জিত সিং বেঁধে দেওয়া হয়েছে।
কোনটার সিং ভাঙ্গবে!
ভয় পেয়ে হাঁটুর ভীরের মাঝে লুকিয়ে বেড়িয়ে এসেছি
পাকা নিমফল পকেট ভর্তি করে নিলাম
সহসা দেখলাম কতগুলিগুলী মাটিতে পড়ে আছে
যেগুলোআমি গাছে ছুড়ে ছিলাম
কঠবিড়ালী হয়ত লুকিয়ে রেখেছিল
গলির মুখে বাঁক নিতেই আমার ঘর
ভয়ে ভয়ে দরজায় টোকা দিলাম
এক বুড়ো জং ধরা দরজা খুলে দিল
অবাক হয়ে আমাকে দেখছে
যেন আমার যমজকে দেখছে
ব্যাগটা রেখে ‘আমি আবার আসবো' বললাম
‘ভেড়ার লড়াই দেখতে যাচ্ছি, সামনের গলিতে, '।

Monday, February 26, 2018
Topic(s) of this poem: memoir
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success