দ্রৌপদীর বস্ত্রহরণই কি মহাভারত? (Draupodi) Poem by Arun Maji

দ্রৌপদীর বস্ত্রহরণই কি মহাভারত? (Draupodi)

Rating: 5.0


মহাভারত কি? মহাভারত কি নিছকই এক গল্প? যুদ্ধের কাহিনী? নারীর বস্ত্রহরণের কাহিনী? পৃথিবীর ডজন ডজন দেশের, ডজন ডজন মহাকাব্য আছে। সেখানে যুদ্ধও আছে। যদুর বৌকে, মধু নিয়ে পালালো; তারও গল্প আছে। এদের মধ্যে ইলিয়াড-ওডিসির মতো রত্ন আছে। কিন্তু কি এমন জিনিস যা মহাভারতে আছে, কিন্তু অন্য কোন মহাকাব্যে নেই?

সাধুরও যন্ত্রণা আছে, পাপীরও যন্ত্রণা আছে। ধনীরও যন্ত্রণা আছে, গরীবেরও যন্ত্রণা আছে। মালবিকার যন্ত্রণা আছে, অমলেরও যন্ত্রণা আছে। সব জীবেরই যন্ত্রণা আছে।

শুধু জীব কেন? জ্বলন্ত সূর্যের যন্ত্রণা নেই? খসে পড়া উল্কার যন্ত্রণা নেই? পরিত্যক্ত নদীর যন্ত্রণা নেই?

আমার পাড়ার পেন্তীর মা- আমেরিকা কখনো দেখেনি। তাই বলে কি, আমেরিকা বলে দেশটার কোন অস্তিত্ব নেই? সূর্যের যন্ত্রণা আমি বুঝতে পারি না। তাই বলে কি, সূর্যের কোন যন্ত্রণা থাকতে নেই? মালবিকার বুকে অমলের চড়ার সৌভাগ্য হয় নি। তাই বলে কি, মালবিকার বুকে সুগন্ধ থাকতে নেই? আমি কোন একটা বিশেষ কিছু জানি না, মানে এই নয় যে- সেই জিনিসটার কোন অস্তিত্ব নেই!

মহাভারতের গল্প কি নিছকই এক গল্প? কুরুক্ষেত্র কি? কুরুক্ষেত্র কি, কেবল ফাঁকা এক মাঠ? পান্ডব কে? দুর্যোধন কে? ভীষ্ম কে? শ্রীকৃষ্ণ কে?

মানুষের জীবনের ঘাত প্রতিঘাত, আশা হতাশা, ধর্ম অধর্ম- সেই সব কিছুর চরিত্রায়নই হলো মহাভারত।

১. কুরুক্ষেত্র কি? মানুষের চিন্তার চারণভূমি। সেই চিন্তার চারণভূমিতে, প্রতিদিন- লোভের সঙ্গে ত্যাগের সংঘাত, সত্যের সঙ্গে মিথ্যের সংঘাত ইত্যাদি ঘটছে।

২. কৌরব কারা? মানুষের যত ধ্বংসাত্মক গুণাবলী।

৩. পান্ডব কারা? মানুষের যত গঠনাত্মক গুণাবলী।

কৌরব শক্তি:
১. দুর্যোধন কে? আমাদের লোভ আর দম্ভ

২. দুঃশাসন কে? কামনা আর লাম্পট্য

৩. ধৃতরাষ্ট্র কে? আমাদের অন্ধ স্নেহ / অন্ধ ভালোবাসা

৪. শকুনি কে? আমাদের কুটিলতা

৫. কর্ণ কে? আমাদের অভিমান

৬. ভীষ্ম কে? আমাদের গর্ব আর প্রতিজ্ঞা

৭. দ্রোণাচার্য্য কে? আমাদের শিক্ষা ব্যবস্থা

৮. শিখন্ডি কে? আমাদের দুর্বলতা

৯. কর্ণের রথের "চাকা" বসে যাওয়া কি? আমাদের দুর্ভাগ্য

পান্ডব শক্তি:
১. যুধিষ্ঠির কে? আমাদের সত্য, ধর্ম আর ত্যাগ

২. ভীম কে? আমাদের পৌরুষত্ব আর বীরত্ব

৩. অর্জুন কে? আমাদের নিষ্ঠা আর শ্রম

৪. অভিমন্যু কে? আমাদের যৌবন শক্তি


বিদূর কে? আমাদের বিবেক

কৃষ্ণ কে - আমাদের আত্মা। যা পরমাত্মার অংশ। যা আমাদেরকে আলোর পথে চালিত করে।

দ্রৌপদী কে? আমাদের আত্মার সন্মান।
দ্রৌপদী একসাথে পাঁচ ভাইয়ের স্ত্রী কেন? কারন যারা ধর্ম আর পৌরুষত্বের পূজা করে, তাদের সকলেরই আত্মার সম্মান থাকে। আত্মার সম্মান সব বীরেরই প্রিয়তমা। পান্ডবরা ধার্মিক আর বীর, তাই তাদের সকলেরই আত্মার সম্মান বা দ্রৌপদী আছে।

দ্রৌপদীর বস্ত্রহরণ কি? আমাদের আত্মার লাঞ্ছনা।

কুন্তীর কুমারী মাতৃত্ব কি? সমাজের প্রথার বিরুদ্ধে বিদ্রোহ।

কি দেখছো তাহলে? মহাভারতে, মানুষের সব দোষ আর গুনগুলোকে, এক একটা চরিত্র বানিয়ে গল্পের আকার দেওয়া হয়েছে।

তারপর অর্জুনের উদ্দেশ্যে শ্রীকৃষ্ণের সেই বাণী। যাতে জীবনের দর্শনকে, টুকরো টুকরো করে ব্যাখ্যা করা হয়েছে।

সব মানুষই জন্মগতভাবে পশু। তাকে যদি মনুষত্বে উত্তীর্ণ হতে হয়- তাহলে তাকে পান্ডব হয়ে, কুরুক্ষেত্রের যুদ্ধে জয়ী হতে হবে। সেই যুদ্ধে তুমি জয়ী হবে কি করে? মহাভারতের এই দর্শন তোমাকে শিখতে হবে, আর জীবনে তা প্রয়োগ করতে হবে। জীবনে যদি যন্ত্রণা মুক্ত হতে চাও, তাহলে হিন্দু দর্শন পড়তে তোমাকে হবেই।

খুবই দুর্ভাগ্যের- হিন্দুরাই জানে না; হিন্দু ধর্ম কি? আজকাল কিছু শিক্ষিত মানুষ, নিজেদেরকে লিবারেল বলে পরিচয় দেয়। তারা তাদের ভারতীয়ত্বকে ঘৃণা করে, হিন্দুত্বকে ঘৃণা করে। নিজ সংস্কৃতি আর ইতিহাসকে ঘৃণার মধ্য দিয়ে, তারা তাদের উদারতা জাহির করে। অথচ যে পাশ্চাত্য সভ্যতা- উদারতার জন্ম দিয়েছে, বিজ্ঞানের ৯০% নোবেল প্রাইজ যাদের পকেটে ভরা; তারাই কিন্তু হিন্দু দর্শনকে সব চেয়ে বেশি শ্রদ্ধা করে। জার্মানীতে, সরকারীভাবে হিন্দু দর্শন পড়ানো হয়। আমেরিকার শিক্ষিত জনগণ, হিন্দু দর্শনের মধ্যে, তাদের জীবন যন্ত্রণার উপশম খুঁজছে। কেন? তারা কি নির্বোধ?

আমি ভারত সরকারে কাছে আবেদন করবো, ভারত সরকার এখনই যেন একটা "ইউনিভার্সিটি অফ হিন্দু ফিলোসফি" নামে একটা বিশ্ববিদ্যালয় গড়ে তুলে। সরকার না গড়লে- মানুষের সাহায্য নিয়ে, আমরা তা গড়বো। তোমরা যারা একই ইচ্ছে রাখো, তারা ফেসবুকে আমার সাথে যোগাযোগ করো। হিন্দু দর্শনকে আমরা বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে চাই। তোমরা এখনই এর প্রচারে নেমে পড়ো। তোমাদের সবাইকে অরুণ মাজীর প্রণাম।

© অরুণ মাজী
Painting: Raja Ravi Verma

দ্রৌপদীর বস্ত্রহরণই কি মহাভারত? (Draupodi)
Wednesday, November 22, 2017
Topic(s) of this poem: bangla,god,hindi,philosophy,religion
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success