দুষ্টু দুষ্টু প্রেম (Dushtu Dushtu Prem) Poem by Arun Maji

দুষ্টু দুষ্টু প্রেম (Dushtu Dushtu Prem)

Rating: 5.0

কেবল
দুষ্টু দুষ্টু চিন্তা আমার মনে।

তবে সবসময় নয়।
তোমাকে যখন মনে পড়ে
কেবল তখনই।

অবশ্য
তোমাকে কেবল
মাঝে মাঝেই মনে পড়ে।

রাতে ঘুমুতে গেলে একবার,
ঘুমে স্বপ্নের মধ্যে কয়েকবার,
সকালে ঘুম থেকে উঠলে দুবার,
অফিসের আগে স্নানে গেলে একবার
অফিসে কাজ করতে করতে চারবার
রাতে বাড়ি ফিরে সোফাতে বসলে.....
কতবার আর হবে?
এই ধরো দশবার!

অবশ্য বেশি দুষ্টুমি আমি করি না।
এই একটু একটু।
তোমার চেরি ঠোঁট দুটো কামড়ে দিই
গলাটা একটু আঁচড়ে দিই
হাতটা একটু বুকে নিয়ে...

তাও কেবল
তোমাকে মনে পড়লে।
তোমাকে
সবসময় কি আর মনে পড়ে?
কেবল মাঝে মাঝে।
ধরো- চব্বিশ ঘন্টার মধ্যে,
মেরে কেটে
তেইশ ঘন্টা ঊনিশ মিনিট।

এটা আর এমন কি বলো?
তিন দিন আগে তো
এর চেয়েও বেশি
আরও কত কি করতাম!

© অরুণ মাজী
Painting: John William Godward

দুষ্টু দুষ্টু প্রেম (Dushtu Dushtu Prem)
Sunday, October 1, 2017
Topic(s) of this poem: desire,dream,love,passion
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success