এবার এলে একা একা এসো (Ebar Ele Eka Eka Eso) Poem by Arun Maji

এবার এলে একা একা এসো (Ebar Ele Eka Eka Eso)

Rating: 5.0

এবার এলে একা একা এসো;
আর ঠাম্মার সাথে এসো না।

একা একা না এলে
তোমাকে স্পষ্ট দেখা যায় না।
তোমাকে আবছা আবছা দেখলে
পিপাসু মনটা আমার ভরে না।
মাইরি বলছি মালবিকা,
এবার এলে একা একা এসো;
আর ঠাম্মার সাথে এসো না।

তোমাকে ছুঁয়ে ছুঁয়ে না দেখলে
তোমাকে দেখা ঠিক হয় না।
ঘেঁষে ঘেঁষে তোমার পাশে না বসলে
তোমাকে দেখা ঠিক হয় না।
অপলকে চেয়ে চেয়ে
তোমার হাসি পান না করলে
তোমাকে দেখা ঠিক হয় না।
আমার দিকে চেয়ে চেয়ে,
আনমনে তুমি ঠোঁট না কাটলে
তোমাকে দেখা ঠিক হয় না।
প্লিজ,
এবার এলে একা একা এসো;
আর ঠাম্মার সাথে এসো না।

এসেছো,
কেবল আমার জন্য একাকী এসছো;
বুকে এমন গর্ব না হলে
তোমাকে দেখা ঠিক হয় না।
তুমি আমার, কেবলই আমার
অন্তরে এমন অহঙ্কার না হলে
তোমাকে দেখা ঠিক হয় না।
একাকী তুমি আমি
চোখে চোখে চোখাচোখি না করলে
তোমাকে দেখা ঠিক হয় না।
একাকী তুমি আমি
ছুঁয়ে ছুঁয়ে ছোঁয়াছুঁয়ি না করলে
তোমাকে দেখা ঠিক হয় না।

সত্যি বলছি
ঠিক ঠিক ভাবে না দেখলে,
তোমাকে দেখা ঠিক হয় না।
তোমার ঠোঁটে ঠোঁট ঘষে
ঘন ঘন গাঢ় ভাবে না দেখলে
তোমাকে দেখা ঠিক হয় না।
তোমার বুকে হাত রেখে
নরম গরম উষ্ণতা না পেলে
তোমাকে দেখা ঠিক হয় না।
তোমার সোনালী শস্যক্ষেতে
একটু হা-ডু-ডু না খেললে
তোমাকে দেখা ঠিক হয় না।

দিব্যি দিয়ে বলছি
ঠিক ঠিক ভাবে না দেখলে,
তোমাকে দেখা ঠিক হয় না।
একা একা
তোমার একাকী যৌবনে না হারালে
তোমাকে দেখা ঠিক হয় না।
একা একা
তোমার বাগান জুড়ে সুগন্ধ না নিলে
তোমাকে দেখা ঠিক হয় না।
একা একা
তোমার সোনালী উপত্যকায় ঘুড়ি না উড়ালে
তোমাকে দেখা ঠিক হয় না।

মালবিকা,
এবার এলে একা একা এসো;
আর ঠাম্মার সাথে এসো না।

© অরুণ মাজী
Painting: Emile Eisman Semenovsky

এবার এলে একা একা এসো (Ebar Ele Eka Eka Eso)
Wednesday, November 8, 2017
Topic(s) of this poem: bangla,desire,love,passion,solitude
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success