একলা হারিয়ে যাবো আমি (Ekla Hariye Jabo Ami) Poem by Arun Maji

একলা হারিয়ে যাবো আমি (Ekla Hariye Jabo Ami)

Rating: 5.0

ভিড়ের মধ্যে নয়,
একলা হারিয়ে যাবো আমি।

মাথার উপরে চাঁদ
কালো রাতের নিঃস্তব্ধতা
বাতাসে গুঞ্জন
ঝিঁ ঝিঁ পোকার অট্টহাসি;
ভয় মনে, দুরুদুরু বুকে-
একলা হারিয়ে যাবো আমি।

হারিয়েই যাবো যদি
তবে ভিড়ের মধ্যে কেন?
আমার
মানুষকে পছন্দ হলেও-
তাদের
বগলের ঘামের গন্ধ পছন্দ নয়,
তাদের
মুখের আঁশটে গন্ধ পছন্দ নয়,
তাদের
না ধোওয়া, পাছার গন্ধ পছন্দ নয়।

লোভের নেশাতে
এতটাই তাড়িত মগ্ন মানুষ,
ভালো করে সে
পাছা আর ধোয় না।
পা চেঁটে চেঁটে
এতটাই দুর্গন্ধময় তার মুখ
আতরেও দুর্গন্ধ তার ঢাকে না।
লুকানোর তরে
এতটাই ঢাকা তার বগল
সততার হাওয়া সেখানে ঢুকে না।

আমার
মানুষকে পছন্দ হলেও-
তাদের চরিত্রের দুর্গন্ধ পছন্দ নয়।
তাই ভিড়ের মধ্যে নয়,
একলা হারিয়ে যাবো আমি।

© অরুণ মাজী

একলা হারিয়ে যাবো আমি (Ekla Hariye Jabo Ami)
Wednesday, September 6, 2017
Topic(s) of this poem: alone,bangla,strength
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success