এ কেমন বাঙ্গালী/Ekon Bangalee Poem by Rhymer Rhymer

এ কেমন বাঙ্গালী/Ekon Bangalee

ভিতু কি না জানিনা
ভিতুই বটে
যে নিজের ছেলের মুছল্মানি দেখে
মাথা ঘুরে পড়ে যায়;
সব মানুষ কে আপন ভাবে
তার কাছে স্বাধীনতার পক্ষ-বিপক্ষ বলে কিছু নেই
এ শোষণের হাতিয়ার
জাতিকে বিভক্ত করার ষড়যন্ত্র
হিন্দু মুসল্মান সমানে সমান
তাই গাহি সাম্মের গান
ভালো মন্দ সবার মধ্যে
মানুষ সবাই সমান

Thursday, August 9, 2018
Topic(s) of this poem: freedom
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Rhymer Rhymer

Rhymer Rhymer

DHAKA Tangail, BANGLADESH
Close
Error Success