একটা গোলাপ কিনবো বলে (Ekta Golap Kinbo Bole) Poem by Arun Maji

একটা গোলাপ কিনবো বলে (Ekta Golap Kinbo Bole)

শুধু একটা গোলাপ কিনবো বলে
বিঁড়িতে দু টান দিয়ে
পকেটে রেখে দিই আমি।

একটা,
কেবল একটা গোলাপ কিনবো বলে
গরমে, বাসের পিছনে দৌড়ে
পয়সা বাঁচায় আমি।

শুধু একটা গোলাপ কিনবো বলে।
তোমার জন্য, কেবল তোমার জন্য
সুন্দর একটা গোলাপ কিনবো বলে।
তোমার ঠোঁটের রঙের
টকটকে একটা গোলাপ কিনবো বলে।
অবিকল তোমার গন্ধের
সুগন্ধী একটা গোলাপ কিনবো বলে।

শুধু একটা গোলাপ কিনবো বলে
আপন রক্ত বেআইনী ভাবে বেচে
দুটো পয়সা বানাই আমি।

একটা গোলাপ কিনবো বলে।
তোমার জন্য
একটা গোলাপ কিনবো বলে।

© অরুণ মাজী
Painting: Charles-Landelle-Joueuse

একটা গোলাপ কিনবো বলে (Ekta Golap Kinbo Bole)
Sunday, September 24, 2017
Topic(s) of this poem: bangla,love,poem,sacrifice
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success