এলেমের কিছু শাখা আছে/ Elemer Kichu Shakha Ache Poem by Rhymer Rhymer

এলেমের কিছু শাখা আছে/ Elemer Kichu Shakha Ache

এল্মের বহু শাখা আছেঃ
**আকলেধরে এমন এল্ম >>>>
সাধারণের আকলে ধরে / জ্ঞান, শিল্প, বিজ্ঞান ইত্যাদি।
**আকলেধরেনা এমন এল্ম >>>>
সাধারণের আঁকলে ধরেনা / আকিদার এলেম আর আমলের এলেম।
(সাধারণ আকলেধরেনা এগুলি এই পেইজে আলোচিত হবে) ।
আকিদার এলেমঃ ঈমান বিষয়ক এলেম।
ঈমান বিষয়ক এলেমঃ তাউহিদ, রিছালাত, কিয়ামত, জান্নাত, জাহান্নাম এইসব।
আমলের এলেমঃ জিকির, নামাজ, রোজা, হাজ, জাকাত এইসব এলেম ।
ফরজ এলেমঃ শরিয়ত সম্পর্কিত এলেম।
শরীয়ত সম্পর্কিত এলেমঃ ঈমান, আমল, আখলাক, মোয়ামেলা ।
ওয়াজিব এলেমঃ নবী রাসুল্গনের শিক্ষা যা দেহ ও রুহের সম্পর্কিত, আল্লাহর কাছ থেকে আসা উপকারি জ্ঞান ।
হারাম এলেমঃ শরীয়তে নিষিদ্ধ যে এলেম।
মোবাহ এলেমঃ যে জ্ঞান নিয়ে শরীয়তে বাধা নিষেধ নাই।
এল্মে মোয়ামেলা - আমল/কর্ম আখলাক/চরিত্র গঠন ও আকায়েদের এল্ম।
এল্মে মুকাশাফা-এল্মে সির বা এল্মে বাতেন।
এল্মে জাহেরঃ
এল্মে জাহের যেমন ধরুন, আকায়েদের এলেম(ইমান বা বিশ্বাসের সাথে সংশ্লিষ্ট / তাউহিদ, কিয়ামত, ফেরস্তা, পরকাল) , আমলের এলেম (নামাজ, রোজ্‌ হজব, জাকাত‌) , এল্মে মোয়ামেলা (ব্যাবহারিক জীবনের দিকগুলি) এ সকল ইবাদত জাহেরি ইবাদত বা এল্মে জাহের!
এল্মে বাতেনঃ
এ বিষয়গুলি দেলের সাথে সংশ্লিষ্ট যেমন-তাওয়াক্কুল, ছবর, শোকর, কানায়াত, তাছলিম, এখলাছ ইত্তাদি বাতেনি ইবাদত বা এলেম যা অর্জন করতে হবেই আর অস্বীকার করলে আপনার জাহেরি ইবাদত পূর্ণ হবে না। আবার কিছু খারাপি আছে যেগুলি বর্জন করতে হবেই যেমনঃ হিংসা, ঘৃণা, লোভ, রিয়া, হাসাদ, দীর্ঘ বাসনা ইত্যাদি। সমাজের অধিকাংশ মানুষ এসব অর্জন ও বর্জন ইবাদত মনে করে না। ফলে তারা সত্যকার দ্বীন আর তার মিষ্টতা বুঝেনা! " এল্মে বাতেনঃ হাকিকত জানিয়ে দেয়/ আল্লাহ র জাত সিফাত জানিয়ে দেয়/ আল্লাহ র কাজ এর পরিচয় জানিয়ে দেয়। " অন্তরের বিশুধতার জন্য এল্মে বাতেন আবশ্যক" " যার মধ্যে এল্মে বাতেন নাই তার *খাত্মে বিল খায়ের* হওয়ার সম্ভাবনা নাই"।
"যে অহংকারি, যে খাহেশের অনুগামী সে এল্মে বাতেনের খোঁজ পায় না"
' এল্মে বাতেনঃ দুনিয়া ও আখেরাতে আল্লাহ র আদেশ/ আখেরাতের পথ আবিষ্কার
নবীগণের উদেশশ আর অহির অর্থ/ শয়তানের হাকিকত কাজের পধতি ও হৃদয় রাজ্যে তার কাজ জানিয়ে দেয়/ ফেরেস্তা ও তাদের কাজ / বেহেস্ত দোজখ ও আজাব গজবের হাকিকত" " শরিয়তের হুকুমের জন্য বইপত্র কিনতু অন্তর এস্লাহের সংশোধন এর জন্য কামেল ওয়ালি/ পির" "এলেম ও এবাদত সর্ব শ্রেষ্ঠ কাজ" এলেম তালাস করা ফরজ-হাদিস/ কোরআন ও হাদিসের এলেম ফরজ-ছিরাজুছ ছালিকিন/ এল মে বাতেন সরবচ্চ দরজার এলেম- ঐ / এল্মে বাতেন একটা নুর যা আমল ও রিয়াজতের দারা হাসেল হয়- ঐ / এল মে বাতেন বস্তু বিষয়ের হাকিকত জানিয়ে দেয়-ঐ হাকিকত যেমন-আল্লাহ র জাত সেফাত ও তার কাজ সমুহের পরিচয় পাওয়া যায়-ঐ
এল্মে লাদুন্নিঃ "আমি খিযর কে ইল্মে লাদুন্নি দান করেছি"!
"আমি নবী হয়েও তার কাছে হার মানলাম"!
"আমি যাকে খুশী দিতে পারি অবারিত জ্ঞান আর সীমাহীন রহমত; আমি লা পরওয়া"! কিতাব ছাড়া, উস্তাদ ছাড়া, পড়াশুনা ছাড়া এক অবারিত জ্ঞান। কোন মাধ্যম ছাড়া পরিশুদ্ধ বিশুদ্ধ দিলে ঝর্ণা ধারার বেগে ঢুকতে থাকে! বাহক পাগল আর উদাসীন হয়ে জনমানব এরিয়ে চলে বলে তাকে স্বাভাবিক লোকে পাগল বলে আর জ্ঞানীরা একে বলে ভাবুক! বান্দার কাল্বে এ জ্ঞান আল্লাহ দান করেন আর আমি নবী মুহাম্মাদ সঃ সকল জ্ঞানের বণ্টনকারী!
শরিয়ত, তরিকত, মা'রেফাত ও হাকিকত:
শরিয়ত হল আইনকানুন, তরিকত হল তদনুযায়ী আমল, মারেফাত হল দিলের হাল আর হাকিকত হল গুপ্তভেদ।
ছুরত ও হাকিকতের সমষ্টির নাম শরিয়ত। জাহেরি দিক টার নাম ছুরতে শরীয়ত আর বাতেনি দিক তার নাম হাকিকতে শরিয়ত। চর্ম ও মজ্জা উভয়ে শরীয়তের অংশ।
জাহেরি আলেম চর্ম বা জাহের নিয়ে তুষ্ট কিন্তু প্রকৃত আলেম চর্মের সঙ্গে মজ্জার সংযোগ বুঝে থাকে। সুতরাং ছুরত ও হাকিকত যোগে গঠিত দ্বীন ই শরিয়ত। বাতেন ছাড়া জাহের অপূর্ণ। তরিকত সুন্নত মতে চলার নাম। ছিরতে ছুরতে খাল্কানে খুলকানে সকল কাজে আল্লাহ রসুল তরিকতের আদর্শ। তরিকতের বাইরে যারা তাদের কথা বার্তা পয়গম্বরের ন্যায় কিন্তু কারযকলাপ ফেরাউনের ন্যায় আর দিল সমুহ নেকড়ে বাঘের ন্যায়। এমন কিছু দাজ্জাল আলেম রুপে ঘুরছে আর এমন সব কথা বলবে যা পূর্বসূরিরা কক্ষনো কল্পনাও করে নাই। শরিয়ত আর সুন্নতের বরখেলাপকারীরা ভণ্ড দাগাবাজ আর শয়তানের চেলা। কাজেই শরিয়ত, তরিকত, মা'রেফাত আর হাকিকত একটি মুল দ্বীনের চারটি অবস্থা মাত্র।

(ছিরাজুছ ছালিকিন))

Monday, April 2, 2018
Topic(s) of this poem: knowledge
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Rhymer Rhymer

Rhymer Rhymer

DHAKA Tangail, BANGLADESH
Close
Error Success