বর্তমান শিল্প জগৎ ও বাঙালির আক্ষেপ (Essay On Future Of Art In Bengal) Poem by Arun Maji

বর্তমান শিল্প জগৎ ও বাঙালির আক্ষেপ (Essay On Future Of Art In Bengal)

Rating: 5.0

হটাৎই "RULE OF FIFTY" কথাটা আবিষ্কার করে ফেললাম। চারিদিকে এতো বিজ্ঞাপনের প্রোপাগান্ডা, তাঁবেদারদের তাঁবেদারি। সকলেই বলছে- তার জিনিসটা পৃথিবী শ্রেষ্ঠ। এই উন্মত্ত উন্মাদনার মধ্যে, তুমি সত্যিকারের ভালো জিনিস চিনবে কি করে?

"RULE OF FIFTY" কথাটা কাজে লাগাও। যা কিছু পঞ্চাশ বছর পরেও, তোমার হৃদয়কে নাড়া দেয়- সে সব কিছু সত্যিকারের ভালো। পঞ্চাশ বছর পরেও কি কি আমাদেরকে নাড়া দেয়? বিবেকানন্দ, সুভাষ বসু, রবীন্দ্রনাথ, নজরুল, জীবনানন্দ, বিধান রায়, শেখ মুজিব, উত্তম কুমার, সুচিত্রা সেন, হারানো সুর, সপ্তপদী, হেমন্ত, কিশোর কুমার, মান্না দে, হেমেন মজুমদার ইত্যাদি।

জ্যোতি বাবুর রাজত্ব কালে, তার অসংখ্য গুনগ্রাহী ছিলো। তারা একসময় জ্যোতিবাবুকে মর্ত্যের ঈশ্বর মনে করতো। কিন্তু এখনই জ্যোতি বাবুর জ্যোতি ফিকে হয়ে গেছে। মমতা দিদির মমতাও যে, আরও তাড়াতাড়ি ফিকে হবে; তাতে আমার কোন সন্দেহ নেই। সব নাম করতে চাই না, কিন্তু তবুও বলতে চাই- তাঁবেদারদের তাঁবেদারিতে অনেকেই এখন "ঈশ্বর" সেজে আছেন; তারাও যে খুব তাড়াতাড়ি ফিকে হয়ে যাবে, এ বিষয়ে কোন সন্দেহ নেই।

বিজ্ঞাপন আর তাঁবেদার দিয়ে ক্ষণিকের তরে ঈশ্বর সাজা যায়। কিন্তু "মহাকাল" যে বিজ্ঞাপন পড়তে পারে না! মহাকাল তাই, অচিরেই সেই সব ছদ্ম ঈশ্বরদের জৌলুস খুব সহজেই কেড়ে নেবে।

কয়েকদিন আগে বাংলার এক নামী কাগজে, এক অভিনেতা/পরিচালককে আক্ষেপ করতে শুনলাম- মানুষ বর্তমান কালের- ছবি, অভিনেতা আর পরিচালককে সুযোগ দিতে চায় না! দাদা, আপনার মাথা ঠিক আছে তো? মানুষ যদি আপনাদেরকে সুযোগই না দেবে, তাহলে টিকিট কেটে আপনাদের ছবি দেখতে যাচ্ছে কেন? আপনারা কতবড় অক্ষম আর নির্লজ্জ্য হলে, আপনাদের অক্ষমতা- আপনারা জনগণের ঘাড়ে চাপাচ্ছেন?

"চলতে না পারলে উঠোনের দোষ।" লেখকরা অনেকে অভিযোগ করেন- "মানুষ আজকাল লেখা সম্পর্কে নিস্পৃহ! কেউ আর পড়তে চায় না।" সত্যি? আপনারা- তাঁবেদার দিয়ে মূত্র আর বিষ্ঠাগুলোকে সাহিত্য বলে চালাতে চাইবেন; আর জনগণ সেগুলোকে পড়তে চাইবে? জনগণ আপনাদের বিজ্ঞাপন আর তাঁবেদারদের দ্বারা প্রভাবিত হয় ঠিকই। তবে তা তাৎক্ষণিক। তারা অচিরেই বুঝে নেবে কোনটা মূত্র-বিষ্ঠা, আর কোনটা সাহিত্য!

ছবির ক্ষেত্রেও তাই। মানুষ কষ্ট করে ফিকে হয়ে যাওয়া "ব্ল্যাক এন্ড হোয়াইট" উত্তম সুচিত্রার ছবি দেখছে, কিন্তু আপনাদের ছবি দেখছে না। কেন? তার কারন খুব সহজ! আপনারা যাকে ছবি বলে চালাতে চান- সেগুলো আসলে মূত্র আর বিষ্ঠা!

শিল্প সৃষ্টি করতে গেলে, তপস্যা আর অধ্যাবসায় দরকার। কিন্তু আপনারা কিভাবে শিল্প সৃষ্টি করেন? তাঁবেদারি করে, আর বিজ্ঞাপনের প্রোপাগান্ডায়। তাতে কিছুদিনের জন্য মানুষকে বুদ্ধু বানানো যাবে, কিন্তু মহাকালের আঁচড়ে তা অক্ষত থাকবে কি?

© অরুণ মাজী

বর্তমান শিল্প জগৎ ও বাঙালির আক্ষেপ (Essay On Future Of Art In Bengal)
Monday, December 4, 2017
Topic(s) of this poem: art,bangla,movie,poetry
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success