ফেতি কুত্তা ও বন্ধ্যা বঙ্গমাতা (Feti Kutta O Bondhya Bongomata) Poem by Arun Maji

ফেতি কুত্তা ও বন্ধ্যা বঙ্গমাতা (Feti Kutta O Bondhya Bongomata)

Rating: 5.0

চাঁটছে। সকলেই চাঁটছে।
কেউ চাঁটছে অনুর্বর পশ্চাৎদেশ;
তো কেউ চাঁটছে
অন্ডকোষের অমসৃন তলদেশ।

ওহে শিল্পী সাহিত্যিক বুদ্ধিজীবী
কার চাঁটলে আজ?
ওহে নেতা বিজ্ঞানী সাংবাদিক
কতটা চাঁটলে আজ?
চেঁটে চেঁটে ফেতি কুত্তাকে লজ্জা দিলে যদি
পরণে তোমার কেন মানুষের সাজ?

ইঁদুর ছুঁচো ছারপোকা
তারাও যখন আপন আপন চরিত্রে সাজে;
ফেতি কুত্তা যদি তুমি হে পন্ডিত
তুমি কেন মানুষের সাজে?

ওহে বঙ্গমাতা
কেন এতো বন্ধ্যা তুমি আজ?
কেন শত ফেতি কুত্তা দেখি
মানুষ দেখি না আজ?

© অরুণ মাজী
Painting: jules joseph lefebvre

ফেতি কুত্তা ও বন্ধ্যা বঙ্গমাতা (Feti Kutta O Bondhya Bongomata)
Sunday, January 14, 2018
Topic(s) of this poem: bangla,politics
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success