জ্ঞানসম্পর্কে জ্ঞান / Gan Somporke Gan Poem by Rhymer Rhymer

জ্ঞানসম্পর্কে জ্ঞান / Gan Somporke Gan

"হে আল্লাহ, আমার জ্ঞান বারিয়ে দাও"-হাদিসে রসুল সঃ
"আমি জীন ও ইন্সান কে এবাদত ছাড়া অন্য কোন উদ্দেশে সৃষ্টি করি নাই "- আল কোরআন
"এলেম ও এবাদতের জন্যই মানব/ইসান সৃষ্টি" সিরাজুস সালিকিন
"নবীগণ যে জ্ঞান নিয়ে আসেন তা ছিল দেহ ও রুহ এর সম্পরক যুক্ত"
-(ইমান আমল আখলাক ও মোয়ামেলা(বেবহারিক জীবন)সিরাজুস সালিকিন
"নবী রাসুলদের(আঃ) শিক্ষা সাধারণের আকলের উরধে " সিরাজুস সালিকিন
"আকলের জ্ঞান মুবাহ " সি সা
"আমি আমার উম্মত অপেক্ষা যেমন শ্রেষ্ঠ, আলেম আবেদ থেকে তেমন শ্রেষ্ঠ "
- হাদিসে রাসুল সঃ
"ইল্ম/জ্ঞান দিলে আল্লহর ভয় আনায়ন করে-সিরাজুস সালিকিন
"জাহেলের নামাজ থেকে আলেমের ঘুম উত্তম"-আল হাদিস
"আল্লাহর বান্দাদের মধ্যে একমাত্র আলিমগনই সঠিক ভাবে আল্লাহ কে ভয় করে"
-আল কোরআন
"ইল্মে তাউহিদ হচ্ছে সবথেকে উপকারি ইল্ম"-আল হাদিস
বাতেনিআমল - ইখলাস অর্জন, রিয়া, অহংকার আর আত্তশ্লাঘা বর্জন কে ফরজ ইবাদত মনে করা
-সিরাজুস সালিকিন
"জাহেরি তাহারাত/পবিত্রতা একগুন আর দিলের তাহারাত নব্বই গুন ফল দেয়"- সিরাজুস সালিকিন
"যদি তোমরা সত্য ইমানদার হও তবে আল্লহর উপর তাওয়াককুল করো"- আল কোরআন
"যদি তারই ইবাদত করো তবে তার শোকর গুজার করো"- আল কোরআন
"তুমি ছবর করো তবে আল্লহর সাহায্য ছাড়া ছবর হতে পারে না"-আল কোরআন
"তুমি সকল সম্পর্ক ছিন্ন করে তাঁর দিকে ছুটে আসো"-আল কোরআন
"বাতেনি আমল দারা জাহেরি আমল পুরনতা লাভ করে"-সিরাজুস সালিকিন
আখেরি জামানায় হাক্কানি আলেম উঠিয়ে নেয়া হবে। হাক্কানি আলেম একেবারে কম বলেই সমাজ এতো খারাপ। জাহেল সদারগন মাছলার ফতওয়া দিচ্ছে। ফলে সমাজ আরও গোমরাহ হচ্ছে।
নবী রাসুল্গন দিরহাম বা দিনারের ও্যারিশ হয় নাই বরং এলেমের ও্যারিশ ছিলেন।
ওয়ারিছাতুল আম্বিয়ারা এ যুগে টাকা পয়সার ওয়াারিশ ।
শয়তানের কাছে একজন আলেম হাজার আবেদ থেকেও শক্তিশালী।
মোনাফেক সৎ স্বভাব ও দ্বীনদার হতে পারেনা।
যারা ঝগড়া আর ফখর করে তারা আলেম নয়।
নিজের আকল দ্বারা কোরআনের ব্যাখ্যা জাহান্নামীর কাজ।
আকল দিয়ে কোরআনের সঠিক ব্যাখ্যা দিলেও গুনাহ হবে।
যারা দ্বীন জিন্দা করার জন্য এলেম হাসিল করতে গিয়ে মারা যায় তারা নবী রাসুলদের থেকে মাত্র এক দরোজা নীচে।
এক ঘণ্টা দীনী এলেম চর্চা সারা রাতের ইবাদত থেকে ভালো।
চল্লিশটি হাদিছ সংরক্ষণ করে প্রচারকারী ফকিহ হিসেবে কবোর থেকে উঠবে।
সবথেকে উত্তম দাতা আল্লাহ সুবহান তালা আর আদমের সন্তানের মধে আমি মুহাম্মাদ সঃ আর আমার পরে এলেম প্রচারকারী।
কোরআন শিখে লোকদের শিক্ষাও কারন আমি চলে গেলে এলেম উঠে যাবে আর ফাছাদ জাহের হবে।
এলেমের একটা অধ্যায় শিক্ষা একশত রাকাত নামাজ থেকে উত্তম।
এলেম ভাণ্ডার আর প্রশ্ন তার চাবি।
এলেম ছাড়া কোরআন পাঠ সঠিক ফল দেয় না।

(ছিরাজুছ ছালিকিন)

Monday, April 2, 2018
Topic(s) of this poem: knowledge,wisdom
COMMENTS OF THE POEM
Rhymer Rhymer

Rhymer Rhymer

DHAKA Tangail, BANGLADESH
Close
Error Success